বর্ণবিদ্বেষের প্রতিবাদ

প্রতীকী ছবি (Photo: iStock)

যতই ব্যঙ্গ বিদ্রুপ হােক না কেন, আসন্ন ইউরাে কাপ প্রতিযােগিতায় খেলতে বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানাবেন ইংল্যান্ডের ফুটবলাররা, তা আগাম জানিয়ে রাখলেন হ্যারি কেনরা। এক শ্রেণির সমর্থক এই ব্যাপারটাকে ঠাট্টা করে উড়িয়ে দিয়ে শিস মারলেও, এক শ্রেণির সমর্থকরা হ্যারি কেনদের সমর্থন জানিয়েছে এবং তাদের হাততালি দিয়ে সম্বর্ধনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।

বর্ণবিদ্বেষী আক্রমণের প্রতিবাদে গত বছর থেকেই বিভিন্ন ভাবে প্রতিবাদ করছেন বিভিন্ন ফুটবলাররা। ফুটবলও তার ব্যতিক্রম নয়। শনিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে হাঁটু মুড়ে প্রতিবাদ জানান হ্যারি কেনরা।

কিছু সমর্থকরা এই ব্যাপারটা নিয়ে ছেলেখেলা করলেও, কিছু সমর্থক তাদেরকে সমর্থন করেছে। সাউথগেট বলেন যারা ব্যঙ্গ করেছেন তারা নিজের দেশকে ব্যঙ্গ করেছেন।