ফের কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনেকে হারালেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। লাস ভেগাস ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে সহজেই হারিয়ে দিলেন ১৯ বছর বয়সি ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার। চলতি বছরে কয়েক মাস আগেই কার্লসেনেকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। সেবার উজচেস কাপ মাস্টার্সে নরওয়ের এই দাবাড়ুকে পরাজিত করেছিলেন তিনি। পরবর্তীকালে, নদিরবেক আব্দুসাত্তারভকে ফাইনালে হারিয়ে উজচেস কাপ মাস্টার্স চ্যাম্পিয়নও হয়েছেন প্রজ্ঞানন্দ। তবে, এদিন কার্লসেনেকে হারালেও সেমিফাইনালে উঠতে পারেননি তিনি। ফাবিয়ানো কারুয়ানার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে তরুণ এই দাবাড়ুকে।

এই ম্যাচে কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলেন প্রজ্ঞা। ৪৩ চালের পর তিনি, কার্লসেনকে বাধ্য করেন খেলা ছাড়তে। এই প্রসঙ্গে বলা যায়, প্রজ্ঞানন্দের কাছে হারের আগে ওয়েসলি সোর কাছেও হেরে যান বিশ্বের একনম্বর এই দাবাড়ু। ফলে, পরবর্তী পর্যায়ে পৌঁছাতে তাঁর শেষ সুযোগ ছিল লেভন আরোনিয়ানের বিরুদ্ধে টাইব্রেকারে জয়। কিন্তু, শেষপর্যন্ত তাও পারেননি কার্লসেন। ফলে, এই প্রতিযোগিতা থেকে বিদায় নেন তিনি। এদিকে, দুরন্ত লড়াইয়ে কার্লসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নেন প্রজ্ঞা। সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন কারুয়ানা। প্রথম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলে কারুয়ানাকে সহজেই হারান তিনি।