মোহনবাগান শিল্ড ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যায় বুধবার ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে । এই জয়ে সবুজ মেরুন সমর্থকরা একেবারেই খুশি নন। খেলার শেষে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় কিশোর ভারতী স্টেডিয়ামে। সমর্থকরা বিক্ষোভ জানাতে থাকেন। এমনকি ভিআইপি গেটের ভেতরে প্রবেশ করে তাঁরা বিক্ষোভ জানাতে থাকেন। সেই সময় দিমিত্রির গাড়ির সামনে বসে বিক্ষোভ জানাতে থাকেন সমর্থকরা। সেই সময় পুলিশ হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
তখনই পুলিশের সঙ্গে ঝামেলা বেধে যায় সমর্থকদের সঙ্গে। তারপরেই লাঠিচার্জ করে পুলিশ বিক্ষোভকারী সমর্থকদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে হাতাহাতি হয় সমর্থকদের। ব্যারিকেড ভেঙে ফেলা হয়। মহিলারাও আক্রান্ত হন। মাথা ফেটে যায় এক মহিলা সমর্থকের। দু’জন মহিলা সমর্থক আহত হয়। প্রাথমিকভাবে দু’জন সমর্থককে আটক করা হয়েছে। মোহনবাগানের ফুটবলারদের পুলিশি প্রহরায় ঘিরে রাখা হয়।
ঝামেলার সূত্রপাত যখন অস্টেলিয়ান ব্রিগেড স্টেডিয়াম ছাড়ছিল। এই দলে ছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স। তাঁদের দেখেই বিক্ষোভ আরও বাড়ে। এই ঝামেলার আগেই দিমিত্রি জানান, সমর্থকদের জন্য গোল করতে ভালোবাসি।