নিয়মিত ম্যাচ খেলেই উন্নতি হয়েছে : শিবম দুবে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত। ফলে, বর্তমানে সিরিজের বাকি দুটি ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। নিয়মরক্ষার সেই ম্যাচে অর্থাৎ চতুর্থ টি-টোয়েন্টিতে বিশাখাপত্তনমে কিউয়িদের বিরুদ্ধে ৫০ রানে হারতে হয়েছে ভারতকে। তবে, ম্যাচ হারলেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন শিবম দুবে। ম্যাচে ১৫ বলে দুরন্ত অর্ধশতরান করেন তিনি। শেষপর্যন্ত ২৩ বলে ৬৫ রান করে রান আউট হয়ে যান শিবম। খেলার ১৫ তম ওভারে তিনি আচমকা রান আউট না হলে ভারত হয়তো ম্যাচ জিততেও পারতো। ফলে, ম্যাচ শেষে কিছুটা হলেও হতাশ দেখালো ভারতের এই মিডিল অর্ডার ব্যাটসম্যানকে। জানালেন, বিশ্বকাপের আগে প্রতিটা ম্যাচই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একইসঙ্গে, এদিন নিজের দুরন্ত ব্যাটিংয়ের জন্য নিয়মিত ম্যাচ খেলাকেই প্রধান কারণ বলে জানালেন শিবম।

ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, নিয়মিত ম্যাচ খেলতে পারায় তিনি দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন। বুঝতে পারছেন বোলাররা তাঁকে কী ধরণের বল করতে পারে। এতেই সাফল্য আসছে বলে মতপ্রকাশ করেছেন ভারতের এই তারকা অলরাউন্ডার। নিয়মিত ম্যাচ খেলার ফলে যে তাঁর মানসিকতা শক্তিশালী হয়েছে সেকথাও এদিন স্বীকার করে নেন তিনি। পাশাপাশি, বর্তমানে ভারতের হয়ে নিয়মিত বলও করছেন শিবম। এজন্য ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে আলাদাভাবে ধন্যবাদ জানাতেও ভুললেন না। বুধবার ম্যাচ শেষে শিবম বলেন, তিনি ধীরে ধীরে নিজের খেলার উন্নতি করার চেষ্টা করছেন। এজন্য তিনি যে কঠোর পরিশ্রম করছেন, সেকথাও জানাতে ভুললেন না শিবম।

এদিকে, চতুর্থ টি-টোয়েন্টিতে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান কম খেলিয়েছে ভারত। যা নিয়ে ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, এই বিষয়টি পূর্ব পরিকল্পিত। মূলত, দলের বাকি খেলোয়াড়দের শক্তি দুর্বলতা দেখে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাও ম্যানেজমেন্টের সিদ্ধান্তের একটা অংশ ছিল। রান তাড়া করার ক্ষেত্রে দল কেমন খেলে, সেটা দেখার জন্যই বোলিং বেছে নেন তিনি। তবে, ম্যাচ হারলেও শিবম দুবের দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসা করতে ভুললেন না ভারত অধিনায়ক।