আগামী দিনে ভারতীয় দলে তারকা হতে যাচ্ছে পাতিয়ালার বিহান

তরুণ ক্রিকেটার বিহান মলহোত্রা। এই নামটার সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখন নিশ্চয়ই পরিচিত হয়ে গিয়েছেন। চলতি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে শতরান করার কৃতিত্ব দেখাল বিহান। অনেকেই ভেবেছিলেন, বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে হয়তো এই টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে প্রথম শতরান দেখতে পাওয়া যাবে। কিন্তু শেষপর্যন্ত পাতিয়ালার তরুণ বিহান বাজিমাত করে নজর কেড়ে নিয়েছে। পাতিয়ালার এই ক্রিকেটারকে নির্ভর করে নির্ধারিত ৫০ ওভারে ভারতীয় দল ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মাত্রে মাত্র ২১ রানে আউট হয়ে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামে ভারতীয় দলের সহ অধিনায়ক বিহান মলহোত্রা। দ্বিতীয় উইকেটে বৈভব সূর্যবংশীর সঙ্গে সে ৫৬ রানের একটি পার্টনারশিপ তৈরি করে প্রাথমিক ধাক্কাটা সামলে দেয়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যুগলবন্দি তিনি গড়ে তোলেন পঞ্চম উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ । শেষ পর্যন্ত বিহান ১৩৫ রানে অপরাজিত থাকে। সেই সঙ্গে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রানের পাহাড় গড়ে তোলে।

পাতিয়ালা থেকে উঠে আসা বিহান মলহোত্রা। বিরাট কোহলি তাঁর আদর্শ ক্রিকেটার। ভারতের এই স্পিন বোলিং অলরাউন্ডার অনূর্ধ্ব-১৬ দলে পঞ্জাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। কমলপ্রীত সিংয়ের পাতিয়ালার ক্রিকেট হাব অ্যাকাডেমিতে সে নিজেকে অনুশীলনে ব্যস্ত রাখে। বিহানের সবথেকে বড় গুণ হল, চাপের মুখেও মাথা ঠাণ্ডা রেখে নজরকাড়া ক্রিকেট খেলতে পারে। আর সেকারণেই খুব অল্প বয়সে জুনিয়র নির্বাচকদের চোখে পোড়ে যায়। তারপরেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে দেখতে পাওয়া যায়।


শুরুটা বিহান একজন ওপেনার হিসেবে খেলা শুরু। পরে মিডল অর্ডারেও বিহান দুরন্ত ভূমিকা পালন করতে থাকে। গত বছর ইংল্যান্ড সফরে বিহান দুর্দান্ত পারফরম্য়ান্স করে। এই সফরে ভারতীয় দলে চার-দিন এবং ৫০ ওভারের ফরম্য়াটে খেলেছিল। এই সফরে ঝকঝকে পারফরম্য়ান্সের জন্যই অস্ট্রেলিয়া সফরের আগে তাঁকে সহ অধিনায়ক হিসেবে তাঁকে নির্বাচন করা হয়।

গত নভেম্বর মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ এ ক্রিকেট দল একটি ট্রায়াঙ্গুলার সিরিজ খেলেছিল। বাকি দুটো দল ছিল আফগানিস্তান এবং ভারতের অনূর্ধ্ব-১৯ বি ক্রিকেট দল। এই সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ এ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিহান। পাঁচ ইনিংসে ভারতের এই বাঁ-হাতি ব্যাটসম্যান ১৮২ রান করে। ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ব্যাট হাতে বিহানের শুরুটা একেবারে ভাল হয়নি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান করে নিজেকে প্রমাণ দিয়েছে আগামীদিনে ভারতীয় দলের তরকা ।