অবসর নিলেন পারভেজ রসুল

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক হয় পারভেজ রসুলের। ওই ম্যাচে ২টি উইকেট পান। তারপর ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। কিন্তু এই দুটি ম্যাচ ছাড়া ভারতের হয়ে আর খেলেননি। অবসর প্রসঙ্গে পারভেজ বলেন, “ভারতের হয়ে খেলা আমার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত। জম্মু ও কাশ্মীর ক্রিকেটের জন্য অতো জনপ্রিয় নয়, সেই অঞ্চল ক্রিকেট খেলা গর্বের। আমি টেস্টও খেলতে চেয়েছিলাম। ভারতের হয়ে আরও বেশি ম্যাচ না খেলার আক্ষেপ থাকবে। এবার কোচিংয়ে মনোযোগ দিতে চাই।” জম্মু ও কাশ্মীরের হয়ে ৯৫ ম্যাচে ৩৫২ উইকেট তুলেছেন ও ৫৬৪৮ রান করেছেন পারভেজ।

৩৬ বছর বয়সি অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসর নিলেন পারভেজ রসুল। প্রথম জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন পারভেজ। ২০১৪ সালে ভারতের হয়ে অভিষেক হয়। আইপিএলেও খেলেছেন। অবশেষে ১৭ বছরের কেরিয়ারকে বিদায় জানালেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার।