পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের হারিয়ে দিলেন ভারতের বুড়ো ক্রিকেটাররা

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের বুড়ো ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিল। স্বাভাবিকভাবে ভারত-পাকিস্তানের ম্যাচ থাকলেই সবার দৃষ্টি থাকে খেলার ফলাফলের দিকে। সেই কারণেই দীনেশ কার্তিক, রবীন উথাপ্পা ও স্টুয়ার্ট বিনিদের মতো বুড়ো ক্রিকেটাররাও যে ভেলকি দেখাতে পারেন, তা প্রমাণ হয়ে গেল হংকং সিক্সের ম্যাচে। ভারতের কাছে ২ রানে হার স্বীকার করল আব্বাস আফ্রিদির পাকিস্তান দল। শুক্রবার প্রথমে ভারতীয় দল ব্যাট করতে নেমে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান করে। তারপরেই বৃষ্টি নামে। যার ফলে ওভারের সংখ্যা কমে যায়। তাই তিন ওভারে পাকিস্তানকে ৪৪ রান করতে হবে। নির্দিষ্ট সময়ে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ৪১ রান করলেও ২ রানে হারতে হয়।

৬ ওভারের ক্রিকেটের এই প্রতিযোগিতায় ভারতের হয়ে খেলছেন দীনেশ কার্তিক, রবীন উথাপ্পা, স্টুয়ার্ট বিন্নীর মতো অবসর নেওয়া ক্রিকেটারেরা। অন্য দিকে, পাকিস্তানের হয়ে খেলছেন আব্বাস, খাওয়াজ়া নাফাই, আব্দুল সামাদের মতো তরুণ ক্রিকেটারেরা। আসন্ন এমার্জিং এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে হংকংয়ের প্রতিযোগিতায় তরুণদের পাঠিয়েছে পাকিস্তান। আব্বাসেরাই কয়েক দিন পর জীতেশ শর্মা, বৈভব সূর্যবংশী, অভিষেক পোড়েলদের বিরুদ্ধে খেলবেন। কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটারদের কাছেও হেরে গেলেন আব্বাসেরা।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক আব্বাস। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়েরা। ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে উথাপ্পা করেন ১১ বলে ২৮। অন্য ওপেনার ভরত চিলপি ১৩ বলে ২৪ রান করেন ২টি করে চার এবং ছয়ের সাহায্যে। তিন নম্বরে নেমে বিনি (৪) অবশ্য ব্যর্থ হন। ৬ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক কার্তিক। পাকিস্তানের সফলতম বোলার মহম্মদ শাহজ়াদ ১৫ রানে ২ উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী লড়াকু ভূমিকা নিয়ে ভারতের বিরুদ্ধে জেতার জন্য চেষ্টা করে পাকিস্তান। ব্যাট হাতে সাফল্য না পেলেও ভাল বল করলেন বিনি পাক ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। তাতে চাপে পড়ে যায় পাকিস্তান। নাফাই ৯ বলে ১৮ রান করে এবং সামাদ ৬ বলে ১৬ রান করে অপরাজিত থেকেও ম্যাচ জেতাতে ব্যর্থ হন পাকিস্তানের ক্রিকেটাররা।