উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়াসংস্থার উদ্যোগে জুনিয়র অ্যাথলিটসদের সম্বর্ধনা

নিজস্ব চিত্র

৩৬তম পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে রাঁচি ঝাড়খণ্ডে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলা থেকে ১০ জন প্রতিযোগী অংশ নেবে। এরা হল বাধন বিশ্বাস, তরুণ বাউরি, শুভম পাল, সিসন্থ দাস, রীতি বিশ্বাস, শ্রেমা খাতুন, সৃজা দাস কর্মকার, বিউটি দাস, তনিশা দে ও স্বর্ণাক্ষী দাস। উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্য জানতে পারেন প্রতিযোগীরা নিজেদের পয়সা খরচ করে তারা রাঁচি রওনা দিতে চলেছে। রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা তাদের পাশে এসে দাঁড়ায়নি। তাই জেলা সংস্থার পক্ষ থেকে শুক্রবার সোদপুর জেলা ভবনে ওই ১০ অ্যাথলিটকে সম্বর্ধনা দেওয়া হল। শুধু তাই নয় তাদের সমস্ত রকম খরচ জেলা সংস্থা থেকেই বহন করা হবে জানিয়ে দেওয়া হয়। এই কথা শোনার পরেই অ্যাথলিটরা দারুন খুশি। এই ধরনের প্রয়াস অতীতে কখনওই দেখতে পাওয়া যায়নি। শুধু অ্যাথলিটদের নয় কোচ ও ম্যানেজারদের পূর্ণ সহযোগিতা করা হবে।

জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে, দশজন নির্বাচিত অ্যাথলিটদের, প্রত্যেকের হাতে ৫০০০/- টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার তরফে এই আর্থিক সহায়তা, জেলার যুব অ্যাথলিট দের প্রয়োজন ও উৎসাহ তে সহায়তা করবে। এর সঙ্গেই সমস্ত অ্যাথলিট এবং তাদের পরিবারের আপনজনদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।

জেলার তরফ থেকে আরও প্রতিশ্রুতি দেওয়া হয় যে, পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা থেকে কোয়ালিফাই করে সর্ব ভারতীয় চ্যাম্পিয়নশিপ থেকে পদক আনলে জেলার ছেলে মেয়েদের আর্থিক ভাবে পুরস্কৃত করা হবে। উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি বিধায়ক সনৎ দে ঘোষণা করেন, সোনা পেলে পনেরো হাজার, রূপো পেলে বারো হাজার এবং ব্রোঞ্জ পেলে দশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। জেলার এই উদ্যোগ খেলাধুলাতে উত্তর চব্বিশ পরগনা জেলা আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস।