চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। সেজন্য, চিকিৎসকেরা এখনও তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, চিকিৎসকদের সেই পরামর্শ উপেক্ষা করেই সান্তোসের হয়ে শুক্রবার মাঠে নেমেছিলেন নেইমার। আর তিনি যে শুধুই খেললেন তা নয়, দলের হয়ে গোলও করলেন। তাঁর দুরন্ত খেলায় ভর করে ঘরের মাঠে স্পোর্ট রেসিফের বিরুদ্ধে ৩-০ গোলে সহজেই ম্যাচ জিতল সান্তোস। এই জয়ের ফলে অবনমনের আওতা থেকে বেরিয়ে এল নেইমারের দল।
এদিন, সান্তোসের হয়ে ম্যাচের প্রথম গোলটি আসে নেইমারের পা থেকে। খেলার ২৫ মিনিট নাগাদ এই গোলটি করেন তিনি। এরপর ৩৬ মিনিটে স্পোর্ট রেসিফের লুকাস কালের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিট সান্তোসের হয়ে তৃতীয় গোলটি করে যান জোয়াও শ্মিট। এই প্রসঙ্গে বলা যায়, দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে ব্রাজিলের জার্সি গায়ে কোনও ম্যাচ খেলেননি নেইমার। চোট-আঘাত সমস্যা বারবার ভোগাচ্ছে তাঁকে। সেইজন্য, বিশ্বকাপ যোগ্যতা অর্জন-পর্বের ম্যাচেও তাঁকে দলে রাখেননি ব্রাজিলের নতুন কোচ কার্লো আন্সেলোত্তি। যদিও, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে মরিয়া নেইমার। সেই লক্ষ্যে ক্রমাগত প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।
এমনকি, নিজের ফিটনেসের পরীক্ষা দিতে চোট উপেক্ষা করেও সান্তোসের হয়ে এদিন মাঠে নেমেছিলেন তিনি। যদিও, এতকিছুর পরেও আসন্ন ২০২৬ বিশ্বকাপে তাঁর ব্রাজিলের হয়ে মাঠে নামার সম্ভবনা বেশ কম। বিষয়টি নিয়ে সেলেকাওদের বর্তমান অধিনায়ক রকিউনোস বলেছেন, নেইমারের কাজটা খুব একটা সহজ হবে না। কিন্তু, যদি তিনি ফিট থাকেন এবং নিজের পুরানো ফর্মে থাকে তাহলে হয়তো জাতীয় দলে জায়গা পেতে পারেন। একইসঙ্গে, তিনি আশাপ্রকাশ করেছেন, নেইমার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামবেন।