টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফেরাতে নতুন ভাবনা

টেস্ট ক্রিকেট (Photo Surjeet YadavIANS)

বেঙ্গালুরু, ১৪ মার্চ – টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে এখন টেস্ট ক্রিকেট প্রায় বিলীন হয়ে যেতে বসেছে। শর্ট ফরম্যাটের খেলা যখনই ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তখন থেকে সাধারণ মানুষের মধ্যে এই খেলা দেখতে বেশ উৎসাহ প্রদান করেছে। তার উপর এখন মানুষের হাতে সেরকম সময় নেই যে সারাদিন মাঠে কাটাবে তারা। আমরা দেখতে পাই একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটে স্টেডিয়ামে যে সংখ্যক সমর্থক উপস্থিত হয় সেখানে টেস্ট ক্রিকেট দেখতে সাধারণ মানুষদের চাহিদা খুবই কম। মাঠ প্রায় পুরোপুরি ফাঁকা থাকে সেটা আর বলে দিতে হবে না। তাই টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার কথা ভাবছে। বিশ্বকাপের পর থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। তবে, এর আগে আগে এক বিশ্ব, এক বল করার কথা উঠেছে। এই মঞ্চ থেকে একই ধরনের বলে বিশ্ব জুড়ে টেস্ট ক্রিকেট খেলার প্রস্তাব তুলেছিল এমসিসি’র ক্রিকেট কমিটি। বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন বলে টেস্ট খেলা হয়। সেই অর্থে টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফেরাতে ভিন্ন দেশে ভিন্ন বলে খেলার এই রীতি পরিবর্তন কোর্টে চায় এমসিসি’র ক্রিকেট কমিটি। অতীতে কোহলি-অশ্বিনরা এই দাবি তুলেছিলেন। এমসিসি’র ক্রিকেট কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, পরিবেশ ভেদে বিশেষ বলের কারণে বোলাররা বিশেষ সুবিধা তৈরি করতে পারে। স্ট্যান্ডার্ড বলে টেস্ট হলে বিশ্বের সর্বত্র বোলাররা একই সুবিধে পাবেন। টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতেই আমাদের সিদ্ধান্ত ও পরিকল্পনা বলতে পারেন। চলতি মাসে বেঙ্গালুরুতে এমসিসি ক্রিকেট কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। সৌরভ, সাঙ্গাকারা, মাইক গ্যাটিং-দের কমিটির প্রস্তাবিত সিদ্ধান্তগুলি নিয়ে মে মাসে বৈঠকে আলোচনা করবে আইসিসি।