ফের একবার সোনা জিতে মরশুম শুরু করলেন টোকিও অলিম্পিকের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ বুধবার দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে একটি আমন্ত্রণমূলক জ্যাভলিন ইভেন্টে নেমেছিলেন। এই ‘পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্টে’ ছ’জন অ্যাথলিটকে পিছনে ফেলে ৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনার পদক জিতে নেন নীরজ। দখল করেন শীর্ষস্থান। দ্বিতীয় স্থান অর্জন করেন প্রোটিয়া তারকা ডাউ স্মিথ।
পুরুষদের জ্যাভলিন ফাইনালে কেবল নীরজ এবং ডাউই ৮০ মিটারের মাইলফলক অতিক্রম করতে পারেন। যদিও নীরজ তাঁর ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪ মিটারের থেকে অনেকটাই নিচে শেষ করেন। অন্যদিকে, ডাউ কিন্তু ব্যক্তিগত রেকর্ড ৮৩.২৯ মিটারের কাছাকাছি চলে আসেন।
১৬ মে দোহায় শুরু ডায়মন্ড লিগ। তার আগে এই জয় নীরজের আত্মবিশ্বাস অনেকটাই এগিয়ে দেবে। সম্প্রতি নীরজ জার্মানির বিশ্বরেকর্ড গড়া অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যান জেলেজনিকে কোচ হিসেবে নিয়োগ করেছেন। নতুন কোচের অধীনে নিজেকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য থাকবে নীরজের।