বুমরার অভাব ঢাকতে দলগত পারফরম্যান্স চাই: কপিল দেব

কপিল দেব

বিশ্বকাপজয়ী ভারতের প্রথম অধিনায়ক কপিল দেব শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। কপিল দেব মানেই সেই দুরন্ত বোলিংয়ের কথা উঠে আসে প্রতিটি মুহূর্তে। ঠিক সেইভাবেই আগ্রাসী ভূমিকা নিয়ে বর্তমান ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরাকে নিয়ে কথা বললেন। তিনি বলেন, এই মুহূর্তে ভারতীয় ব্রিগেডে সবচেয়ে নির্ভরযোগ্য বোলার অবশ্যই বুমরা। কিন্তু বুমরা এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাঁর পিঠের ব্যথা রয়েছে। তিনি কতদিন বাদে পুরোপুরি সুস্থ হবেন, তা বলতে পারা যাচ্ছে না।

তবে সত্যিই বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে মাঠে না নামতে পারেন, তাহলে অসুবিধার মধ্যে পড়তে হবে। বুমরার এই অভাবকে ঢাকতে হবে টিম গেমে। আর কয়েকদিন বাদেই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে। কপিল দেব ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেটের পাশাপাশি এবারে ভারত ও পাকিস্তানের মহরণের কথারও স্মরণ করিয়ে দিলেন। এই দুই দল যে কোনও প্রতিযোগিতায় মুখোমুখি হলেই তা রং একেবারে বদলে যায়। সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন খেলার ফলাফলের দিকে।

পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন বুমরা। অনেকেই বলছেন প্রথম পর্বে তিনি না খেললেও ভারত যদি সেমিফাইনাল পর্যায়ে পৌঁছে যাচ, হতো তখন তিনি খেলতে পারেন। তবে দলের নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে তাঁর নামটা থাকছে। বুমরার জায়গায় দলে এসেছেন হর্ষিত রানা। কপিল দেব অবশ্য কে আছে, কে নেই, এসব ভাবতে নারাজ। বরং জোর দিচ্ছেন দলগত পারফরম্যান্সে। কপিলের অভিমত, ‘যে দলে নেই, তাঁকে নিয়ে কথা বলে লাভ নেই। বুমরার অভাব আমরা অবশ্যই অনুভব করব। কিন্তু আমাদের জিততে হবে দল হিসেবে। কোনও একজন খেলোয়াড়কে চিহ্নিত করে জিতবে না। এটা ব্যডমিন্টন, টেনিস বা গলফ নয়। দল যদি একজোট হয়ে খেলতে পারে, তাহলে অবশ্যই জিতব। তবে হ্যাঁ, কেউ কখনওই চায় না, দলের সেরা প্লেয়ার চোট পাক। কিন্তু চোট পেয়ে গেলে, কারও কিছু করার নেই।’


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২০ ফেব্রুয়ারি। তারপর ২৩ ফেব্রুয়ারি, ভারত-পাক মহারণ। সেই নিয়ে কপিলের বক্তব্য, “আমার মন বলছে ভারতই ওই ম্যাচ জিতবে। তবে মাঠে সেরাটা দিতে হবে। যদি বিপক্ষ দল ভালো খেলে, তাহলে তাদেরও প্রশংসা করব। কিন্তু আমি চাই, আমার দল ভারত সেরা খেলাটা উপহার দিক।’