নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সোমবার থেকে শুরু হলো ৬৭তম রুইয়া মেমোরিয়াল শীতকালীন ব্রিজ প্রতিযোগিতা। খেলার প্রথম দিন থেকেই তীব্র উত্তেজনায় ব্রিজ খেলোয়াড়রা অংশ নেন।
মুম্বইয়ে কামনা শর্মা ও দিল্লির রিচা শ্রীরাম ফাইনাল পর্বে পৌঁছে দিয়েছেন। এ বাদেও চূড়ান্ত পর্বে মঙ্গলবার অংশ নেবেন বাসন্তী শা ও ভারতী দে, রূপা বাকেরি ও অপর্ণা সাইন, রামানি মেনন ও একতা চাধা।
বিদ্যা প্যাটেল ও কল্পনা গুজার, অদিতি সাহাসটাবুধে ও মনীষা আনন্দ জামেনিস, ললিতা লিমায়ে ও জয়শ্রী কানেতকর, সঙ্গীতা মহতা ও বর্ষা খাত্রী, মনিকা জাজু ও জেসাল ডাবলিওয়ালা, সাধনা গুপ্ত ও সাভলিন থাদানি, বিন্দিয়া কোহলি ও অলোকা শ্রীনগর এবং রেখা মোদী ও ভানদানা তলসীদাস জুটি।
এবারে এই প্রতিযোগিতার সূচনা করেন ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি দেবাশিস রায়।
উপস্থিত ছিলেন আমলা রুইয়া, মণিকা জাজু ও অর্ণব গুহ। পশ্চিমবঙ্গ ব্রিজ অ্যাসোসিয়েশন ও কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এবারের এই প্রতিযোগিতায় ৭০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।