অজিঙ্ক রাহানে আগেই জানিয়ে দিয়েছিলেন। এবার আরেক তারকা ক্রিকেটারেরও ‘না’ বললেন। তিনি যশস্বী জয়সওয়াল। রনজি ট্রফিতে বাঁহাতি ওপেনারকে পাবে না মুম্বই। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি দু’টি ম্যাচে তাঁদের ছাড়াই মাঠে নামতে হবে রনজির ইতিহাসে সবচেয়ে সফলতম দলকে। যশস্বীর না খেলার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।
যশস্বীকে না পাওয়ার খবর জানিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “রনজির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে রাহানে ও যশস্বী খেলবে না। ব্যক্তিগত কারণে খেলবেন না রাহানে।” প্রশ্ন হল, যশস্বী কেন খেলবেন না? এর উত্তর অবশ্য দেননি ওই কর্তা।
২২-২৫ জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। এরপর ২৯ জানুয়ারি দিল্লির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে মুম্বই। তারা রনজির এলিট গ্রুপ ডি-র প্রথম স্থানে রয়েছে। যদিও এখনও নকআউট নিশ্চিত নয় তাদের। কোয়ার্টার ফাইনালে যে কোনও গ্রুপ থেকে শীর্ষ দুই দলই উঠবে। ফলে আগামী দু’টি ম্যাচই ৪২ বারের রনজি চ্যাম্পিয়নদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে রাহানের পর যশস্বীকে পাবে না মুম্বই। এই দুই ক্রিকেটারের না থাকায় অনেকটাই সমস্যায় পড়তে পারে তারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে যশস্বী থাকলেও কোনও ম্যাচেই সুযোগ মেলেনি বাঁহাতি ব্যাটারের। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ বা বিশ্বকাপের দলেও নেই তিনি। অর্থাৎ আইপিএলের আগে ম্যাচ নেই তাঁর। বোর্ড যেখানে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে, সেখানে যশস্বী না খেলায় প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, গত বছরের শুরু থেকে মুম্বইয়ের সঙ্গে যশস্বীর সম্পর্ক মধুর ছিল না। শোনা যায়, মুম্বই টিমের সঙ্গে যশস্বীর বনিবনা হচ্ছিল না। রনজি ট্রফি চলাকালীন নাকি দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সাপোর্ট স্টাফের এক সদস্যের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তরুণ ব্যাটার। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে রাহানের ঝামেলা হয়।
যশস্বীর শটে খুশি হতে পারেননি মুম্বই অধিনায়ক। ঘটনাচক্রে যশস্বীও নাকি পালটা রাহানের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেন। ড্রেসিংরুমে ফিরে রাহানের কিটব্যাগে নাকি লাথিও মেরেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তারপরেই শোনা যায়, মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে যশস্বীর। তাঁকে খেলতে দেখা যাবে গোয়ার হয়ে। যদিও ‘নাটক’ শেষে মুম্বইয়ে ফিরছেন যশস্বী জয়সওয়াল। এবার সেই যশস্বীর না খেলায় আবার কোনও বিতর্ক তৈরি হবে কি না, সময়েই উত্তর দেবে৷