আফ্রিকা কাপ অফ নেশন্সের কোয়ার্টার ফাইনালে উঠলো মরক্কো। প্রি-কোয়ার্টার ফাইনালে তানজানিয়ার বিরুদ্ধে হাড্ডাহাডি লড়াই করে শেষপর্যন্ত ১-০ গোলে জয় তুলে নিলো তারা। খেলার ৬৪ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম ডিয়াজের করা একমাত্র গোলে ম্যাচ জিতলো আফ্রিকার এই দলটি।
এই প্রসঙ্গে বলা যায়, গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করেছিলেন ডিয়াজ। শেষ ষোলোর লড়াইয়ে তাঁর এই গোলের ফলে নেশন্স কাপে প্রথম মরক্কান ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল করার নজির গড়লেন রিয়ালের এই ফুটবলারটি।
পাশাপাশি, এই জয়ের ফলে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইল মরক্কো। এদিন মরোক্কোর ঘরের মাঠে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। তাদের সামনে দুরন্ত লড়াই উপহার দিলেন আচরাফ হাকিমিরা। তবে, প্রথমার্ধে কোনও গোল আসেনি।