জেলার ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে হবে: সৌরভ গাঙ্গুলি

নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিনিধি— জেলাস্তরে ক্রিকেটকে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে। টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে। জেলায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, কিন্তু তাদের সেইভাবে বাছাই করা হয় না। নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে সেইসব ক্রিকেটারদের তুলে আনতে হবে। তাহলে আগামী দিনে বাংলা দল গঠনে জেলার অনেক খেলোয়াড় সুযোগ পাবেন। এটাই লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আগরপাড়া বিবেকানন্দ সমিতির মাঠে উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌরভ গাঙ্গুলি এমনই বার্তা দিলেন জেলা কর্মকর্তাদের কাছে।

তবে, আগরপাড়ার এই মাঠটিকে ভালোভাবে তৈরি করতে হবে। পরিকাঠামো যদি না থাকে, তাহলে ক্রিকেটাররাও কীভাবে খেলবেন, এই প্রশ্ন তুলে সৌরভ আরও বলেন, কিছুদিন আগে আড়িয়াদহে একটি ক্রিকেট টুর্নামেন্টে এসেছিলাম। সেখানে ক্রিকেটপ্রেমীদের আন্তরিকতা আমাকে আকর্ষণ করেছে। তারপরে ১০ বছর বাদে আগরপাড়ায় এলাম। এখানকার সাধারণ মানুষ ক্রিকেটকে দারুণভাবে পছন্দ করেন। কিন্তু মাঠের উন্নয়নে জেলা সংস্থাকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে সিএবি’কে চিঠি দিয়ে জানানো হোক মাঠের উন্নয়নে। সিএবি অবশ্যই এগিয়ে আসবে মাঠের পরিকাঠামোকে পরিবর্তন করতে। তারপরে মাঠ যদি ভালোভাবে তৈরি করা যায়, তাহলে এই সুন্দর পরিবেশের মধ্যে সিএবি’র কিছু খেলা এখানে করানো যেতে পারে।

উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রথম ডিভিশনের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সুখচর ইউএফসি ও রহড়া সংঘ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুখচর ইউএফসি। ৩০ ওভারের খেলায় সুখচর দল ৯ উইকেটে ২২৭ রান করে। তার জবাবে রহড়া সংঘ ২৪.৫ ওভারে ১৭০ রানে সবাই আউট হয়ে যায়। সুখচর ইউএফসি ৫৭ রানে জয়লাভ করে রহড়া সংঘের বিরুদ্ধে। এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন বিভাংশু রায়চৌধুরি। তিনি ৮৩ বলে ১০৮ রান করেন। এই প্রতিযোগিতা শেষে সিএবি আন্তঃজেলা মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা জেলার ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, সনৎ দে এবং মদন মিত্র। পুরো প্রতিযোগিতাটির ব্যবস্থাপনায় বিশেষ দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছিলেন নবনির্বাচিত সচিব নবাব ভট্টাচার্য।


ছবি: মানস চক্রবর্তী