শিল্ড জয়ের পরে দুদিনের বিশ্রাম শেষে অনুশীলনে নেমে পড়লেন সবুজ মেরুন ফুটবলাররা। বৃহস্পতিবারই সুপারকাপ খেলতে গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস দল। কোচ জোস মোলিনা মঙ্গলবার থেকে ফের অনুশীলনে নেমেছেন জেসন কামিংস ও মনবীরদের নিয়ে। কলকাতায় দু’দিন অনুশীলন করে গোয়ায় যাবে দল।
সুপার কাপে অংশ নেওয়ার আগে শিল্ড ফাইনালের ডার্বি জিতে আত্মবিশ্বাস বেড়েছে রবসন রবিনহোদের। তাছাড়া সুস্থ হয়ে উঠছেন মনবীর সিং। স্বাভাবিকভাবেই উইং নিয়ে কিছুটা চিন্তা কমছে মোলিনার। একইসঙ্গে সুপার কাপে নামার আগে নতুন ব্রাজিলিয়ান রবসনকে বেশ কয়েকটি ম্যাচ প্র্যাকটিসে পাওয়া গিয়েছে। শিল্ড জয়ের পরে মোহনবাগান এখন বেশ ফুরফুরে অবস্থায় রয়েছে।
গোয়ায় মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী শনিবার। প্রতিপক্ষ চেন্নাইয়েন এফসি। একই দিনেই খেলতে নামবে ইস্টবেঙ্গলও। এবারের সুপার কাপে একই গ্রুপে রয়েছে কলকাতার দু’প্রধান। স্বভাবিকভাবেই গ্রুপ পর্বেই ডার্বি হচ্ছে। সুপার কাপে ডার্বি ম্যাচ ৩১ অক্টোবর। গত সোমবার গোয়া উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল।