কলকাতা হকি লিগকে আরও জনপ্রিয়তা করতে তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। কিছুদিন আগে পর্যন্ত তিন প্রধান হকি দল গঠন করত না। সেই কারণে কলকাতা হকি লিগের খেলা দেখার জন্য মাঠে ছুটে আসতেন না দর্শকরা। গত মরশুম থেকে তিন প্রধান যোগ দেওয়াতে কলকাতা হকি লিগের গুরুত্ব বেড়ে গিয়েছে।
বেঙ্গল হকি সংস্থার সভাপতি তখন ছিলেন স্বপন ব্যানার্জি। তাঁরই প্রচেষ্টায় তিন প্রধান দল গটনে এগিয়ে আসে। আর এবারে তিন প্রধানের খেলা নিয়ে দর্শকরাও আগ্রহ প্রকাশ করছেন। সমর্থকরা তাঁদের প্রিয় দলকে উৎসাহিত করতে মাঠে আসছেন। বৃহস্পতিবার মোহনবাগান মুখোমুখি হয় পূর্বাঞ্চলীয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া দলের সঙ্গে। খেলার প্রথম মিনিট থেকে মোহনবাগান দাপটের সঙ্গে খেলতে থাকে। সেই অর্থে প্রতিপক্ষ দল প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মোহনবাগান ৭-০ গোলে উড়িয়ে দিল ফুড কর্পোরেশন দলকে।
অপর ম্যাচে মুখোমুখি হয় মহমেডান স্পোর্টিং আর সিইএসসি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলাটি ২-২ গোলে শেষ হয়। এদিন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মন্ত্রী অরূপ রায় ও হকি বেঙ্গলের প্রাক্তন সভাপতি স্বপন ব্যানার্জি।