রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলো মোহনবাগান সুপার জায়েন্ট। ব্যারাকপুর স্টেডিয়ামে বেঙ্গল ফিউচার চ্যাম্পসকে ১-০ গোলে হারাল ডেগি কার্ডোজোর ছেলেরা। খেলার শুরু থেকে বেশ আক্রমণাত্মক খেলতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। তবে, একঝাঁক বাঙালি ফুটবলার নিয়ে গড়া বেঙ্গল ফিউচার চ্যাম্পস পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত ফুটবল উপহার দিলো। ফলে, একাধিক আক্রমণ গড়ে তুললেও প্রথমার্ধে কোনও গোল পায়নি লিওয়ান কাস্তানা, গুরনাজ’রা। গোলশুন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পরেও বেশ কিছু সহজ গোলের সুযোগ নষ্ট করে দুই দল। অবশেষে খেলার ৮৬ মিনিট নাগাদ মোহনবাগানকে এগিয়ে দেন রোহিত সিং। ম্যাচ হারলেও বিশেষ প্রশংসা প্রাপ্য বিএফসির গোলরক্ষক নিশান্ত টোপ্পোর। পুরো ম্যাচ জুড়ে মোহনবাগানের একাধিক আক্রমণ সহজেই রুখে দেন তিনি। না হলে, মোহনবাগানের পক্ষে গোল ব্যবধান আরও বাড়তেই পারতো। এমনকি, এদিন ১-০ গোলে হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেলেন নিশান্ত।
অন্যদিকে, আরএফডিএলের প্রথম ম্যাচেই হেরে গেলে গেল বিনো জর্জের ইস্টবেঙ্গল। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কাছে ০-১ গোলে হারলেন গুইতে পেকারা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করে যান সৌম্যজিৎ তরফদার। এদিন খেলার শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে লাল-হলুদ ব্রিগেড। এই প্রসঙ্গে বলা যায়, এই মরসুমে একঝাঁক নতুন খেলোয়াড়কে নিয়ে ডেভলপমেন্ট লিগে মাঠে নেমেছে তারা। ফলে, খেলার শুরু থেকেই খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। সেই সুযোগ কাজে লাগিয়ে বারবার ইস্টবেঙ্গলের গোলের কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন ইউনাইটেড খেলোয়াড়রা। যদিও, তা থেকে গোল ব্যবধান বাড়েনি। শেষপর্যন্ত ওই ১-০ গোলে জিতেই মাঠ ছাড়ে ইউনাইটেড স্পোর্টস।