আইএফএ শিল্ডের কোনও রেপ্লিকা পায়নি মোহনবাগান

প্রতীকী চিত্র

আইএফএ-র কর্মীরা এখনও পর্যন্ত পুজোর বোনাস পাননি। আসলে কোষাধ্যক্ষ পদে দেবাশিস সরকার ইস্তফা দেওয়ার পরে প্রায় একমাস বাদে নতুন কোষাধ্যক্ষ পদে মনোনীত হন প্রাক্তন সহ সচিব সুফলরঞ্জন গিরি। পুজোর ঠিক আগে নতুন কোষাধ্যক্ষ হওয়ায় ব্যাঙ্কে তাঁর সই নতুন করে সংযোজন করার ক্ষেত্রে দেরি হয়ে যায়। যার ফলে এখনও পর্যন্ত বোনাস সমস্যা মেটানো সম্ভব হয়নি। তবে আশা করা যাচ্ছে। হয়তো কিছু দিনের মধ্যেই এই সমস্যা দূর হবে।

এদিকে যেদিন নতুন কোষাধ্যক্ষ সুফলরঞ্জন গিরিকে মনোনীত করা হয় তার আগেই আইএফএ দপ্তরে চিঠি দিয়ে চাঁদনী স্পোর্টিং ক্লাবের সচিব নজরুল ইসলাম চিঠি দিয়ে জানান, কোনওভাবেই কোষাধ্যক্ষ পদে তাঁকে মনোনীত করা ঠিক হবে না। ইতিমধ্যেই সারা ভারত ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান অনুযায়ী কোনও পদাধিকার ১২ বছর যুক্ত থাকেন তাঁকে কুলিং পিরিয়ডে চলে যেতে হবে। আবার কোনও পদাধিকারীর ৭০ বছর হয়ে গেলে তাঁকে সরে দাঁড়াতে হবে। আবার কোনও পদাধিকারের আত্মীয় পরিজন কার্যকরী সমিতিতে থাকতে পারবেন না। জেলা সংস্থাগুলিকে রাজ্য সংস্থার দ্বারা অনুমোদিত হতে হবে। রাজ্য ও জেলা সংস্থা যৌথভাবে লিগের খেলায় সংগঠিত করতে পারবে। জানা গিয়েছে, নজরুল ইসলামের চিঠি নিয়ে কোষাধ্যক্ষ পদ মনোনীত করার সভায় আলোচনা হয়। তখন বলা হয় ফেডারেশন এখনও পর্যন্ত কোনও সংশোধনী সংবিধান লাগু করেনি।

বিশেষ সূত্রে জানা গিয়েছে মোহনবাগান ক্লাবের কাছে আইএফএ চিঠি দিয়ে বলেছে, এক মাসের মধ্যে আইএফএ শিল্ড ফেরত দিতে হবে। কিন্তু আইএফএ শিল্ডের কোনও রেপ্লিকা মোহনবাগান ক্লাবকে দেওয়া হয়নি। সাধারণত চ্যাম্পিয়ন দলকে একটি রেপ্লিকা দেওয়া হয় যাতে আগামী দিনে সমর্থকরা দেখতে পাবেন কোন সালে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল।