এশিয়া কাপ ট্রফি-বিতর্কে চাপে মহসিন নকভি, কড়া পদক্ষেপের পথে ভারতীয় বোর্ড

মহসিন নকভি

এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে তিন দিন আগে। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলের হাতে ওঠেনি বিজয়ের ট্রফি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশীয় ক্রিকেট সঙ্ঘের প্রধান মহসিন নকভির কাছে ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল আটকে থাকার ঘটনাকে ঘিরে প্রবল বিতর্ক দানা বাঁধছে। অবশেষে দুঃখপ্রকাশ করলেও ট্রফি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেননি তিনি। ফলে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার সরাসরি কড়া পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিসিআইয়ের অভিযোগ, নকভি নিরপেক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে নয়, বরং পাকিস্তানের মন্ত্রী হিসেবে আচরণ করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থেকে আবার এশীয় ক্রিকেট সঙ্ঘের চেয়ারম্যান হওয়ায় তাঁর বিরুদ্ধে ‘স্বার্থের সঙ্ঘাত’-এর অভিযোগ তুলতে চলেছে ভারত। এই অভিযোগ নিয়ে শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হবে বিসিসিআই।

ফাইনাল ম্যাচে ভারতের জয় সুনিশ্চিত হওয়ার পর ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এরপর ক্ষুব্ধ হয়ে ট্রফি ও মেডেল নিজের হোটেল কক্ষে নিয়ে যান তিনি। বিষয়টি নিয়ে ভারতীয় প্রতিনিধিরা এসিসির বৈঠকে সরব হন। রাজীব শুক্ল ও আশিস শেলারের সরাসরি দাবি, চ্যাম্পিয়ন ভারতীয় দলের হাতে দ্রুত ট্রফি তুলে দিতে হবে। কিন্তু নকভির জবাব, ট্রফি নিতে হলে অধিনায়ক সূর্যকুমার যাদবকে তাঁর কাছেই যেতে হবে। স্বভাবতই এই শর্ত মানতে রাজি হয়নি বিসিসিআই।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রস্তাব দিয়েছেন, ট্রফি নিয়ে অচলাবস্থা দূর করতে নতুন বৈঠক ডাকা হোক। সেই বৈঠকে তৃতীয় কোনও দেশের বোর্ডকে মধ্যস্থতাকারীর দায়িত্ব দেওয়া হবে। বিসিসিআইয়ের আশা, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে এই বিরোধের।

তবে বিসিসিআইয়ের একাংশের মতে, এই ঘটনার ফলে আন্তর্জাতিক মঞ্চে এশীয় ক্রিকেটের মর্যাদা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। যে দলের হাতে ট্রফি তুলে দেওয়া উচিত, সেই দল বঞ্চিত হওয়ায় এসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। ভারত স্পষ্ট জানিয়েছে, ট্রফি ফিরিয়ে দেওয়ার আগে নকভির কাছে কোনও রকম সমঝোতায় রাজি নয় তারা।

এখন নজর আইসিসি ও এসিসির পরবর্তী বৈঠকের দিকে। ভারতীয় বোর্ডের অবস্থান স্পষ্ট— ‘চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে, না হলে নকভি চেয়ার হারাবে।’