মহমেডানের জয় অধরাই থেকে গেল

প্রতিনিধিত্বমূলক চিত্র

কী হল মহমেডান স্পোর্টিং ক্লাবের? কলকাতা ফুটবল লিগে তাদের কাছে জয় অধরাই থেকে যাচ্ছে। কোথায় গলদটা, তার সন্ধান কেন করতে পারছেন না কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। গত রবিবার মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা তাঁবুতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বলেছিলেন, দলের এই দৈনদশা আমরা আর দেখতে পাচ্ছি না। এর একটা সুরাহা করা হোক। কিন্তু এই বিক্ষোভের পরেও কর্মকর্তা সহ অন্যরাও সচেতন হতেপারলেন না।

সোমবার নৈহাটি স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং আবার হারের মুখে পড়ল। পিয়ারলেস ১-০ গোলে হারিয়ে দিল সাদা-কালো ব্রিগেডকে। খেলার প্রথম থেকেই মহমেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা ছন্নছাড়া ফুটবলে মেতে উঠেছিলেন। কোনওরকম ইচ্ছা ছিল না দলটাকে জয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টায়। অনেকটা হালকা চালে খেলে শুধু সময় নষ্ট করার প্রবণতা লক্ষ্ করা গিয়েছে। আর পিয়ারলেস ৭ ম্যাচ খেলে চারটি জয় তুলে নিয়েছে। তাই পিয়ারলেস সুপার লিগে খেলার চেষ্টায় কিছুটা এগিয়ে থাকল, তা বলাই বাহুল্য। মনোরঞ্জন সিংয়ের গোলে পিয়ারলেস জয় তুলে নিল মহমেডানের বিরুদ্ধে।

এই হারের ফলে কলকাতা ফুটবল লিগ টেবলে একেবারে তলানিতে গিয়ে হাবুডুবু খেতে শুরু করল মহমেডান স্পোর্টিং। তাদের সংগ্রহে মাত্র একটা পয়েন্ট। এমন দৈন্যদশা কেন মহমেডান স্পোর্টিং শিবিরে, তা কেউই হলফ করে বলতে পারছেন না। এই আঁধার থেকে কবে মহমেডান মুক্তি পাবে, তার কোনও হদিশ নেই। কোচ মেহরাজউদ্দিন বলেছেন, এই হারটা আমরা কেউই মেনে নিতে পারছি না।


ডুরান্ডে যেভাবে খেলেছেন, তাতে আত্মবিশ্বাস অবশ্যই বড় করে দেখা দিয়েছিল। কিন্তু কিছুতেই আমরা লিগের খেলায় ঘুরে দাঁড়াতে পারছি না। ছ’টা ম্যাচ খেলা হয়ে গেল। মাত্র একটাতে ড্র হয়েছে। সোমবার প্রথম একাদশে উপেন টুডু চোট সারিয়ে দলে ফিরলে জয়ের মুখ দেখতে পেলেন না।