মহমেডানের লজ্জার হার লিগের দ্বিতীয় ম্যাচেই

নিজস্ব চিত্র

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের দ্বিতীয় ম্যাচেই মহমেডান স্পোর্টিং ক্লাবকে লজ্জার হারে মুখ লুকোতে হল। বুধবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে মুখোমুখি হয়েছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু বৃষ্টিভেজা মাঠে মহমেডান স্পোর্টিং দাঁড়াতেই পারল না প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর দলকে হারতে হল ০-৩ গোলের ব্যবধানে। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে পুলিশ এসি’র বিরুদ্ধে খেলা শেষ করেছিল মহমেডান। মহমেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা এখনও পর্যন্ত নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারেনি, তা স্পষ্ট হয়ে গেছে। এদিকে কিছুদিন আগে বিদায়ী কোচ কাসিমভের বকেয়া বেতন না মেটানোর জন্য ফিফার নির্বাসনের চিঠি পেয়েছিল মহমেডানের কর্মকর্তারা। আর এবারে অ্যালেক্সিস গোমেজের বেতন না মেটানোর জন্য চিঠি এসেছে ক্লাবে। এই আবহের মধ্যেই ঘরোয়া লিগে নৈহাটি স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড কোনওভাবেই দাঁড়াতেই পারল না ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। তবে, খেলার মধ্যে সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন মহমেডানের ফুটবলাররা।

প্রথম দিকে মহমেডান দাপট দেখালেও, পাল্টা আক্রমণ শানিয়ে ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ভেঙে দেন। তবে, প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয় পর্বে বাড়তি উদ্যম নিয়ে ইউনাইটেডের ফুটবলাররা খেলার চরিত্র বদলে দেন। খেলার ৬৪ মিনিটে দীপেশ মুর্মুর গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পিছিয়ে পড়েও সাদা-কালো শিবিরের ফুটবলাররা আক্রমণের গতি বাড়াতে ব্যর্থ হন। বরঞ্চ ইউনাইটেডের ফুটবলাররা কৌশলগতভাবে নতুন ভাবে আক্রমণ শানাতে থাকেন। খেলার ৭৫ মিনিটে ইউনাইটেডের সাহিল হরিজন দুরন্ত গোল করে ব্যবধান (২-০) বাড়িয়ে দেন। দু’মিনিট বাদেই সেন্টার থেকে বল পেয়ে সাহিল আবার গোল করে (৩-০) ইউনাইটেড স্পোর্টসের জয়কে নিশ্চিত করে দেন। খেলার ৪১ মিনিটের মাথায় মহমেডান স্পোর্টিংয়ের পুখরামবাম দীনেশ মিতাই লালকার্ড দেখেন। অন্যদিকে শ্রীভুমি ফুটবল ক্লাব ৫-১ গোলে হারিয়ে দিল উয়ারি অ্যাথলেটিকস ক্লাবকে। শ্রীভূমির হয়ে গোল করেন সৌরভ দাস, অভিষেক হালদার, রবি দাস, রানা ঘরামি ও মহম্মদ রামিফ। রেনবো ও পিয়ারলেসের খেলায় কোনও গোল হয়নি।