প্রথম ম্যাচেই হোঁচট খেল মহমেডান

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল মাঠে নেমে পড়ার পর শুক্রবার মাঠে নামল অপর প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাব। বারাকপুর স্টেডিয়ামে বৃষ্টিভেজা মাঠে মহমেডান প্রথম সাক্ষাৎকারে হোঁচট খেল কলকাতা পুলিশের কাছে। সাদা-কালো শিবির এগিয়ে থেকে শেষ পর্যন্ত ২-২ গোলে খেলা শেষ করল পুলিশের সঙ্গে। পুলিশ দল প্রথম থেকেই আক্রমণ গড়ে তুললেও পাল্টা আক্রমণে মহমেডান স্পোর্টিংয়ের লালথান কিমা গোল করে দলকে এগিয়ে দেন। স্বাভাবিকভাবে দর্শকরা মহমেডানকে উৎসাহিত করার জন্য গগনভেদী চিৎকার শুরু করেন। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি মহমেডান। ৩ মিনিটের ব্যবধানে সম্মিলিত আক্রমণ থেকে ১৯ মিনিটের মাথায় রাহুল নস্কর গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

তবুও কোনও সময়ের জন্য মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা আক্রমণ থেকে পিছিয়ে থাকেননি। বরঞ্চ সুযোগ পেলেই পুলিশির ব্যারিকেড ভেঙে গোল করার মতো জায়গায় পৌঁছে যান ফুটবলাররা। যেহেতু বৃষ্টিভেজা মাঠে সুবর্ণ সুযোগ তৈরি করেও অনেক সময় সাদা-কালো শিবিরের ফুটবলাররা সময়মতো বল দখল করতে পারেননি। আবার মহমেডান স্পোর্টিং এগিয়ে যায় ২৯ মিনিটের মাথায় লালখাইসাকা দারুণ গোলে। খেলার প্রথমার্ধে মহমেডান স্পোর্টিং ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে।

কিন্তু দ্বিতীয় পর্বে দুই দলই আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্য দিয়ে একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে থাকে। পুলিশের ফুটবলাররা অনেক বেশি পরিকল্পিত ফুটবল খেলেছেন। যার ফলে গোল করার মতো জায়গায় অল্প সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছে। খেলার ৫১ মিনিটে সন্দীপ ওঁরাও গোল করে সমতা ফিরিয়ে আনেন। তারপরে দুই দলের ফুটবলাররা বার বার গোল করার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। কিন্তু কোনও পক্ষই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত দুই দলকেই একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।