সুপার কাপে আজ মাঠে নামছে মহমেডান

আজ গোয়ায় সুপার কাপ অভিযান শুরু করছে মহমেডান স্পোর্টিং। ফতোরদার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে নামার আগে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা চাপে সাদা-কালো ব্রিগেড। স্পনসর সমস্যায় কোনওরকমে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সেরেছে তারা। তার উপর, অফিসের খেলা থাকায় শেষমুহূর্তে দলের সঙ্গে গোয়া যাননি অভিজ্ঞ খেলোয়াড় সজল বাগ। এছাড়াও, স্কোয়াডে থাকা পাঁচ ফুটবলারের অ্যামেচার কন্ট্রাক্ট থাকায় সুপার কাপের জন্য নথিভুক্ত করানো যায়নি তাঁদের।

সবমিলিয়ে প্রথম ম্যাচে আগে কিছুটা হলেও ব্যাকফুটে মেহেরাজউদ্দিন ওয়াডু’র দল। তবে, আপাতত সেসব নিয়ে খুব একটা ভাবতে চান না তিনি। ম্যাচের আগেরদিন মহমেডান কোচ স্পষ্ট জানালেন, যেকোনও পরিস্থিতিতে তাঁদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে। মেহেরাজের মতে, পুরো মরসুম জুড়ে এটাই তাঁদের প্রধান কাজ হবে। একইসঙ্গে তিনি জানান, প্রথম ম্যাচের আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে তাঁর একটাই বার্তা এই সুযোগটা উপভোগ করো।

সাদা-কালো কোচ মনে করছেন, যখন খেলোয়াড়রা খেলাটা উপভোগ করে, তখনই তারা তাদের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে। প্রায় একই কথা শোনা গেল ডিফেন্ডার সাজ্জাদ হোসেনের মুখেও। জানালেন, বেঙ্গালুরু নিঃসন্দেহে বড় দল। তবে, তারাও নিজেদের সেরা খেলাটা উপহার দিতে প্রস্তুত।অন্যদিকে, প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজা। এই ম্যাচে যত দ্রুত সম্ভব গোল তুলে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। একইসঙ্গে, রক্ষণ সংগঠনের উপরও বিশেষ জোর দিচ্ছেন তিনি।


জারাগোজা জানান, গত মরসুমে রক্ষণাত্মকভাবে সংগঠিত ফুটবল খেললেও আক্রমণে তেমন বৈচিত্র আন্তে পারেনি তাঁর দল। সেজন্য দল কাঙ্খিত ফলাফল পাননি বলে মনে করছেন তিনি। চলতি মরসুমে সেই ভুলগুলো শুধরে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।