আইসিসি’র বিচারে চলতি মাসের সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত হলেন ভারতের তারকা বোলার মহম্মদ সিরাজ। আসলে ইংল্যান্ড সফরে তাঁর দুরন্ত পারফরম্যান্সই কথা বলেছে এই বিচারে।
সিরাজের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসও পুরুষদের বিভাগে শর্টলিস্টেড হয়েছেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতের ঐতিহাসিক ৬ রানের জয়ে নায়ক হয়েছিলেন মহম্মদ সিরাজ। তিনি পঞ্চম দিনে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন ১০৪ রানের বিনিময়ে। ভারতের সামনে যখন জয়ের লক্ষ্য, তখন মহম্মদ সিরাজের আগুনে বোলিং ইংল্যান্ড শিবিরে ধস নামিয়ে দেয়। আর ওই ম্যাচ জেতার ফলেই ভারত ও ইংল্যান্ড সিরিজ কারও ভাগ্যেই জোটেনি। খেলার ফলাফল দাঁড়ায় ২-২।
আবার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি দুরন্ত ফর্মে ছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। দু’টি টেস্ট জেতার লক্ষ্যে তাঁর ভূমিকা অনস্বীকার্য হয়ে ওঠে। অন্যদিকে মহিলা বিভাগে পাকিস্তানের উইকেটরক্ষক মণিবা আলি এবং আয়ারল্যান্ডের অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট এবং নেদারল্যান্ডের বোলার আইরিশ জোভিলিং আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ-এর জন্য মনোনীত হন। ভোটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মহম্মদ সিরাজ এই সম্মানে সম্মানিত হয়ে বলেছেন, দল যখন দায়িত্ব আমার উপরে দেয়, তখন সবসময় চেষ্টা করি সেরা পারফরম্যান্সের মধ্য দিয়ে জয় তুলে আনার। সেই কারণেই আত্মবিশ্বাসের সঙ্গে বল করতে ভালোবাসি। জানি না ইংল্যান্ড সফরে আমি কতখানি দেশের জন্য দিতে পেরেছি। হয়তো মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়তে হয়। আমি সবসময় লড়াই করে নিজের জায়গাটাকে শক্ত করতে চাই।