মিতালিদের ব্যাটিং টিপস

মিতালি রাজ (Photo: Surjeet Yadav/IANS)

একই সঙ্গে বিলেতে পাড়ি দিয়েছে ভারতীয় মহিলা ও পুরুষ ক্রিকেটাররা। বিরাটরা যেখানে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে, তখন অন্যদিকে ভারতীয় মেয়েরা অর্থাৎ মিতালিরা সাত বছর পর আবারও ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচের আসরে নামবে।

মিতালিদের টেস্ট ম্যাচে খেলতে নামার আগে তাদের ব্যাটিং টিপস দিলেন অজিঙ্কা রাহানে। বুধবার থেকে ম্যাচ শুরু হচ্ছে। রাহানের বার্ত, ‘সােজা ব্যাটে খেলতে হবে। এবং মাঠে নেমে তড়িঘড়ি করলে চলবে না।

সময় নিয়ে ক্রিজে টিকে থাকতে হবে। পুরাে ব্যাপারটা বুঝতে হবে। বােলাররা ওভারে একটা সুযােগ দেবে সেটা কাজে লাগাতে হবে। আর এটা পাঁচদিনের খেলা সেখানে আরাম করে খেলতে হবে এবং সময় নিতে হবে।


পাশাপাশি ডিউক বল সুইং করবে। সেখানে সােজা ব্যাটে যতটা বেশি শট খেলা যায় তার দিকে বেশি নজর দিতে হবে!’