বিশ্বচ্যাম্পিয়নশিপে দুরন্ত কামব্যাক, রুপো জিতলেন মীরাবাঈ চানু

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বচ্যাম্পিয়নশিপে ফের উজ্জ্বল ভারতীয় মহিলা ভারোত্তোলক মীরাবাঈ চানু। দীর্ঘ তিনবছর পর বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে ফিরেই রুপো জিতলেন তিনি। তবে, একটুর জন্য সোনার পদক হাতছাড়া হলো তাঁর। ২০২২ সালের পর ফের একবার এই প্রতিযোগিতায় নেমেছিলেন চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে মোট ১৯৯ কেজি ওজন তুলেছেন ভারতীয় এই ভারোত্তোলক। স্ন্যাচ ইভেন্টে ৮৪ কেজি তোলার পর ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে তোলেন ১১৫ কেজি। এই প্রসঙ্গে বলা যায়, ২০২০ সালে টোকিও অলিম্পিক্সেও এই একই ওজন তুলে রুপো জিতে নিয়েছিলেন মনিপুরী এই ভারোত্তোলক। এদিকে, বিশ্বচ্যাম্পিয়নশিপে এই নিয়ে তৃতীয়বার পদক জিতলেন চানু। প্রথমবার, ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু। তবে, ২০২২ সালে এই প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগ ছিল না। সেইসময়, তিনি কিছুটা বাধ্য হয়েই নামেন ৪৯ কেজি বিভাগে। সেবার রুপো পেয়েছিলেন। তিনবছর পর, এবারেও পদকের রং বদলাতে পারলেন না তিনি।

দীর্ঘ বেশ কিছুদিন ধরেই চোট -আঘাত সমস্যায় ভুগছেন ৩১ বছর বয়সী এই ভারোত্তোলক। প্যারিস অলিম্পিক্সের সময় থেকে সেই সমস্যা আরও বেড়েছিল। সেইজন্য, প্যারিস অলিম্পিক্সেও আশানরূপ ফলাফল করতে পারেননি। চতুর্থ স্থানে শেষ করেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। অবশেষে সেই চোট সারিয়ে গত আগস্ট মাসে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে, প্রতিযোগিতায় ফেরেন তিনি। সেখানে মোট ১৯৩ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন। তবে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। এবারের এই প্রতিযোগিতায় মোট ২১৩ কেজি ওজন তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গুম। তবে, শুধু সোনা জেতাই নয়, এদিন বিশ্বরেকর্ডও গড়েছেন উত্তর কোরিয়ার এই ভারোত্তোলক।

পাশাপাশি, ব্রোঞ্জ জিতেছেন তাইল্যান্ডের থানিয়াথন সুকচারোয়েন। তিনি মোট ১৯৮ কেজি ওজন তুলেছেন। এদিকে, এনিয়ে ভারোত্তোলন বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের পদক সংখ্যা হল ১৮। আর এই সবকটি পদকই এসেছে মহিলা ভারোত্তোলকদের হাত ধরে।