উড়ন্ত লিওনেল মেসির দুরন্ত গোল! মায়ামিকে জিতিয়ে ৯০০ থেকে আর মাত্র ৯ গোল দূরে মহাতারকা একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে তিনবছরের দীর্ঘচুক্তি করেছেন। পরদিনই বুঝিয়ে দিলেন এখনও কতটা আগুন রয়েছে তাঁর মধ্যে। জোড়া গোল করে দলকে জেতালেন। কিছুটা স্বভাববিরুদ্ধে ভাবে শূন্যে শরীর ছুঁড়ে হেডে গোল করলেন লিওনেল মেসি। সেই সঙ্গে মেজর লিগ সকারের সর্বকালের রেকর্ডও নিজের নামে করে ফেললেন আর্জেন্টিনার ফুটবল তারকা। ফুটবল জীবনে ৯০০ গোল থেকে আর মাত্র ৯ গোল দূরে মেসি।
আমেরিকার মেজর লিগ সকারের লিগ পর্বের ম্যাচে তৃতীয় স্থানে শেষ করেছিল মায়ামি। প্লে অফে তাদের প্রতিপক্ষ ছিল ন্যাশভিলে। উভয় দলের তিনটি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কনফারেন্সের সেমিফাইনালে কে খেলবে? গতবার এই রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল মায়ামি। এবার ন্যাশভিলেকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে রইল জাভিয়ের মাসচেরানোর দল। যার নেপথ্যে মেসির জাদু।
ঘরের মাঠে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সি মহাতারকা। সাধারণত তাঁকে হেডে গোল দিতে দেখা যায় না। তবে লুইস সুয়ারেজের ভাসানো বল যখন বক্সের এসে পড়ছে, সেই সুযোগ মেসি শূন্যে শরীর ছুঁড়ে বল জালে জড়িয়ে দেন।