জোড়া গোলে নজির মেসির, জয়ে ফিরলো মিয়ামি

প্রতিনিধিত্বমূলক চিত্র

আমেরিকার মেজর লিগ ফুটবল ফের জোড়া গোল লিওনেল মেসির। তবে, এই ম্যাচে শুধু নিজে গোল করাই নয়, জোড়া গোলও করালেন তিনি। মূলত, তাঁর দাপটেই নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে ৫-১ গোলের বিরাট ব্যবধানে জিতল ইন্টার মিয়ামি।

যদিও, এদিন নিউ জার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ম্যাচের শুরুটা খুব একটা ভাল হয়নি মিয়ামির। শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পরে তাঁরা। ম্যাচের ১৪ মিনিটে রেড বুলসকে এগিয়ে দেন আলেকজান্ডার হ্যাক। তবে, তাঁদের সেই লিড বেশিক্ষন স্থায়ী হয়নি। এর মিনিট দশেকের মধ্যেই জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। ম্যাচের ২৪ মিনিটে মেসির পাস থেকে মিয়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। ২৭ মিনিটে ফের একবার সেই মেসির পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেন টেলাস্টো সেগোভিয়া।

এরপর বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করে যান তিনি। বিরতির পর শুরু হয় মেসি ম্যাজিক। ম্যাচের ৬০ মিনিটের মাথায় নিজের প্রথম গোলটি করেন তিনি। ৭৫ মিনিটে সুয়ারেসের পাস ধরে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে যান মেসি। শেষপর্যন্ত, ৫-১ গোলে ম্যাচ জিতে যায় মায়ামি। এই প্রসঙ্গে বলা যায়, চলতি মরসুমে এই প্রথম কোনও ম্যাচে পাঁচ গোলের ব্যবধানে হারতে হল নিউ ইয়র্কের এই ক্লাবটিকে। এই ম্যাচে জয়ের ফলে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে মায়ামি।


শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড গড়লেন লিওনেল মেসি। আমেরিকার মেজর লিগ ফুটবলে শেষ সাত ম্যাচের মধ্যে ছয় ম্যাচেই জোড়া গোল করলেন তিনি, যা এর আগে আর কোনও ফুটবলারের নেই। এদিকে, এই ম্যাচে জোড়া গোলের সুবাদে চলতি মরসুমে মায়ামির হয়ে ১৮ গোল করে ফেললেন মেসি। একইসঙ্গে, প্রথম দুই মরসুমে অন্তত ৩৫ গোল ও ২৫ অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকায় পঞ্চম ফুটবলার হিসেবে ঢুকে পড়লেন তিনি।