সম্প্রতি মেসির কলকাতা সফর ঘিরে কম বিতর্ক হয়নি। হাজার হাজার টাকার টিকিট কেটেও তাঁকে একঝলক ভালোভাবে দেখতে পাননি সমর্থকরা। তাঁকে ঘিরেছিল পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। ফলে, ভিড়ের চাপে বঞ্চিত হতে হয়েছিল কয়েক হাজার দর্শককে। এবার সেই মেসিই স্পষ্ট জানালেন তিনি একেবারেই ভিড় পছন্দ করে না।
মেসি বলেন, প্রতিদিন তিনি পরিকল্পনা করে এগোন। সেখানে ব্যাঘাত ঘটলে তিনি যে প্রভাবিত হয়ে পড়েন, তা জানাতেও ভোলেননি আর্জেন্টাইন এই তারকা। একইসঙ্গে মেসি জানান, তিনি একেবারেই হট্টগোল পছন্দ করেন না। একটি সাক্ষাৎকারে মেসি বলেন, তাঁর ‘একাকিত্ব’ প্রয়োজন। তিনি সবসময় একা থাকতে পছন্দ করেন। এমনকি, বাড়িতে তিন সন্তানের হট্টগোলও নাকি মেসিকে ক্লান্ত করে তোলে।
পাশাপাশি, নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন মেসি। জানিয়েছেন, খেলা ছাড়ার পর তিনি কোনোভাবেই কোচ হতে চান না। বরং, তিনি কোনও ক্লাবের মালিক হতে চান। কারণ, তাঁর লক্ষ্য তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনা। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়েও গিয়েছেন তিনি। সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব দেপোর্তিভো এলএসএম-এর যৌথ মালিকানা রয়েছে মেসির।
এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার লক্ষ্যে মায়ামিতে অনূর্ধ্ব১৬ প্রতিযোগিতা ‘মেসি কাপ’ও চালু করেছেন। একইসঙ্গে, বিশ্বকাপের কথা মাথায় রেখে আসন্ন মরশুমের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সম্ভবত, এবারের বিশ্বকাপেই শেষবারের মতো আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মাঠে নামতে দেখা যাবে লিওনেল মেসিকে।