মেসি ষষ্ঠবার গোল্ডেন বুট পুরস্কার পেলেন

পরিবার সমেত লিওনেল মেসি। (Photo by Josep LAGO / AFP)

ইউরােপীয়ান লিগগুলির মধ্যে সর্বোচ্চ গােলদাতা হওয়ায় বার্সিলােনার অধিনায়ক লিওনেল মেসি বুধবার ষষ্ঠবার সােনার জুতাে জয় করলেন।

এই নিয়ে মেসি টানা তিনবার এই ট্রফি পেলেন। এবার তার গােলের সংখ্যা ৩৬। প্যারিস সেন্ট জারমেনের কাইলিয়ান এমব্যাপের থেকে যেটা তিন গােল বেশি।

মেসির দুই পুত্র থিয়াগাে এবং ম্যাটেও তাদের বাবার হাতে ট্রফি তুলে দেয়। দেখভালের দায়িত্বে ছিলেন মেসির স্ত্রী অ্যান্টনেলিয়া রােপুজো। দর্শক হিসেবে হাজির ছিলেন লুই সুয়ারেজ এবং জোরডি আলবা সহ বার্সিলােনার সব ফুটবলার।


মেসি এই পুরস্কার তাঁর পরিবার এবং যে সমস্ত দলীয় সতীর্থ হাজির ছিলেন তাদের উৎসর্গ করেন। মেসি বলেছেন, আমার দল সঙ্গে না থাকলে আমি একবারও এই ট্রফি জিততে পারতাম না।

ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাের তুলনায় মেসি দু’বার বেশি সােনার জুতাে জয় করেছেন। ১৯৬৭ সালে এই পুরস্কার চালু হওয়ার পর প্রথম পেয়েছিলেন ইউসেবিও।