মেজর সকার লিগে দুরন্ত ছন্দে লিওনেল মেসি। বুধবার নিউ ইংল্যান্ড রেভ্যুলিউশনকে ২-১ গোলে পরাস্ত করে ইন্টার মায়ামি। আর সেই ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন মেসি। এই নিয়ে টানা চার ম্যাচে জোড়া গোল করার দুরন্ত রেকর্ড গড়লেন তিনি। মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একের বেশি গোল করার রেকর্ড স্পর্শ করলেন এলএমটেন। এই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপট ছিল ইন্টার মিয়ামির। তবে, তাঁদের ডিফেন্স ভেঙে বারবার আক্রমণে উঠে আসছিল নিউ ইংল্যান্ড রেভ্যুলিউশনের ফুটবলাররা। তবে, এইসময় দলকে নিশ্চিন্ত পতনের হাত থেকে রক্ষা করেন মিয়ামি গোলরক্ষক অস্কার উস্তারি।
ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে দুর্দান্ত হাফ ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এর মিনিট দশেকের মধ্যেই ফের একবার জ্বলে উঠল মেসির বাঁ-পা। ম্যাচের ৩৮ মিনিটে বুস্কেটসের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করে যান তিনি। ম্যাচ শেষে মিয়ামির কোচ মাসচেরানোকে যথেষ্ট উচ্ছসিত দেখালো মেসিকে নিয়ে। জানালেন, তাঁর চোখে ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি। এজন্যে, নিজেদের বেশ ভাগ্যবান মনে করছেন মাসচেরানো।
এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোলের সুবাদে মেজর লিগ সকারে ইতিমধ্যেই ১৪ গোল হয়ে গেল মেসির। এরফলে তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। ১৬ গোল করে প্রথম স্থানে রয়েছেন ন্যাশভিলের খেলোয়াড় স্যাম সুরিজ।