যুবভারতীতে মেসির কনসার্টের টিকিট বিক্রি শুরু

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ১৩ ডিসেম্বর ফের একবার কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি। যা নিয়ে ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর সেই কনসার্টের জন্য বুধবার থেকে শুরু হল টিকিট বিক্রি। মূলত, ‘গোট কনসার্ট’ -এ যোগ দিতে এবার কলকাতায় আসবেন মেসি। তবে, এই প্রথম নয়। এর আগেও ২০১৪ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে নীল-সাদা জার্সিতে খেলে গিয়েছিলেন তিনি। তখন অবশ্য মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

কিন্তু, দেশের জার্সিতে তাঁর অধিনায়কত্বের সূচনা হয়েছিল কলকাতার এই যুবভারতী ক্রীড়াঙ্গন থেকেই। সেখানেই এবার মেসির সম্মানে আয়োজিত হতে চলেছে গোট কনসার্ট। যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এদিকে, বুধবার থেকে এই কনসার্টের জন্য অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩৮৩৫ টাকা। এছাড়াও, ৪৩৬৬ টাকা, ৪৭২০ টাকা, ৫৯০০ টাকা ও ৭০৮০ টাকা মূল্যের টিকিটও রয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে, ১৪,৭৫০ টাকা। তার চেয়ে কমে ১০,০৩০ টাকা, ১০,৬২০ টাকা ও ১১,৮০০ টাকা মূল্যের টিকিটও পাওয়া যাবে।