মেরি কমের বাড়িতে চুরি

আসবাবপত্র সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরির ঘটনা ঘটল অলিম্পিক্স পদকজয়ী বক্সার মেরি কমের বাড়িতে। তাঁর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা লুটপাট চালায়। সম্প্রতি একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে মেঘালয়ে গিয়েছেন মেরি কম। সেইসময়েই তাঁর ফরিদাবাদের সেক্টর ৪৬-এর বাড়িতে চুরি করেছে দুষ্কৃতীরা। চুরির ঘটনার বিষয়টি মেরি প্রথম জানতে পারেন তাঁর এক প্রতিবেশীর থেকে। তিনি রাতের বেলায় ,মেরির বাড়ির সামনে সন্দেহজনক লোকেদের ঘোরাফেরা করতে দেখেন। তারপরেই, তিনি বিষয়টি মেরিকে জানান।

এই প্রসঙ্গে বলা যায়, ম্যারাথন ইভেন্টে যোগ দিতে বেশ কিছুদিন ধরেই মেঘালয়ের সোহরাতে রয়েছেন মেরি। তিনি বাড়িতে না থাকার জন্য আপাতত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেটি। সেই তালা ভেঙেই ঘরে ঢুকেছে চোরেরা। সেখান থেকে লক্ষাধিক টাকার আসবাবপত্র সহ টেলিভিশন সেট পর্যন্ত চুরি করে নিয়ে গেছে তারা। মেরির বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাতের বেলা চোরেরা বাড়িতে ঢুকে টিভি সহ দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। আপাতত ওই ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।