ক্লাবের স্বার্থে বেতন কমালেন অনেক ফুটবলার

প্রতিনিধিত্বমূলক চিত্র

দীর্ঘ টালবাহানার পরে অবশেষে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল। তবে, দেশের এই শীর্ষ লিগে দল নামাতে গিয়ে প্রবল আর্থিক সঙ্কটের মুখে একাধিক আইএসএল ক্লাব। আর ক্লাবের পরিস্থিতি বুঝে এবার এগিয়ে এলেন গোয়ার ফুটবলাররা।

ক্লাবের স্বার্থে চলতি মরসুমে নিজেদের বেতন কমিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি নিয়ে শুত্রুবার গোয়ার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতীয় ফুটবলের চূড়ান্ত অনিশ্চয়তার ফলে তাদের ক্লাবও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

এই পরিস্থিতিতে ম্যানেজমেন্ট দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করে। আর তারপরেই প্রথম দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা নিজেদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।


ক্লাবের এই কঠিন সময়ে দলের পাশে দাঁড়ানোয় প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছে এফসি গোয়া কর্তৃপক্ষ।
তবে একা গোয়া নয়, নিজেদের খরচ বাঁচাতে সম্ভবত অনেক ক্লাব কর্তারাই চাইছেন খেলোয়াড়দের বেতন কিছুটা কাটছাট করতে। তাই, এখন দেখার আইএসএলের অন্যান্য ক্লাবের ফুটবলাররাও এই একই পথে হাঁটেন কি না।

এদিকে, আইএসএলের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের প্রস্তুতি। নিজেদের তৈরি রাখার কাজটা ভালোভাবেই করছে মোহনবাগান -ইস্টবেঙ্গল। বাংলার আরও এক দল মহমেডানও কিছু দিন প্রস্তুতিতে নামবে।

এদিকে বেঙ্গালুরু এফসির পর ফুটবলার-সার্পোট স্টাফদের বেতন কমাচ্ছে এফসি গোয়া। একটি বিবৃতিতে এফসি গোয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয় ফুটবলের অনিশ্চয়তায় আমাদের ক্লাবও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

এই কঠিন পরিস্থিতি নিয়ে আমরা সৎভাবে আলোচনা করেছি। এরপর যা ঘটল, তা আমাদের গর্বিত করেছে। আমাদের প্রথম দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা এগিয়ে এসেছেন। তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবের পাশে দাঁড়িয়েছেন।