মানের হ্যাটট্রিক, আল নাসেরের ৯ গোল

একাই চার গোল করেছেন মানে

আল নাসের দল থেকে পতুর্গাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া ইতিহাস গড়তে পারে তা প্রমাণ করে দিল। সৌদি প্রো লিগে ১৭ নম্বর স্থানে থাকা আল আখদুদের বিরুদ্ধে ৯-০ গোলে জিতেছে আল নাসের দল।
রোনাল্ডো না থাকলেও সাদিও মানের চার গোল মেরুদণ্ড ভেঙে দেয় আল আখদুদের-এর। রোনাল্ডোকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার কোনও অভাব বোঝাই যায়নি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আল নাসের। ১৬ মিনিটে আইমান ইয়াহিয়া প্রথমে এগিয়ে দেন আল নাসেরকে। তার পরে খেলা যত গলিয়েছে পাশাপাশি গোলের সংখ্যাও বেড়েছে আল নাসেরের।
জন দুরান খেলায় ২০ ও ৫২ মিনিটে গোল করে আল নাসের দলকে এগিয়ে রাখেন। মার্সেলো ব্রোজোভিচ ২৭ মিনিটে প্রথম গোলটি করেন । প্রথমার্ধ শেষ হওয়ার আগে সাদিও মানে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করে দলের জয়কে প্রায় নিশ্চিত করে দেন।

বিরতির পর প্রতিপক্ষ গোলরক্ষক পাওলো ভিতর লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। এর ফলে আল আখদুদের-এর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ৫৯, ৬৪ ও ৭৪ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন মানে। অ্যাডেড টাইমে মহম্মদ মারান পেনাল্টি থেকে গোল করে ৯-০ করেন আল নাসেরের অনুকূলে।


এই ম্যাচে বিশাল জয় প্রমাণ করে দিল রোনাল্ডোকে ছাড়াও আল নাসের গোলের বন্যা বইয়ে দিতে পারে। হয়তো রোনাল্ডো মাঠে থাকলে গোলের সংখ্যা বাড়তে পারতো। আবার রোনাল্ডো ছাড়াও আল নাসের দল জিততে পারে তাও প্রমাণিত হল।