সাফ ফুটবলে আজ ভারতের সামনে মলদ্বীপ

১৯ বছর বয়সী সাফ ফুটবলে টানা তিনবার ফাইনালে খেলার জন্য শুক্রবার মাঠে নামছে ভারতীয় দল। ভারত খেলবে মলদ্বীপের বিরুদ্ধে। ভারতীয় দল এবারে দুর্দান্ত ফর্মে রয়েছে। ইতিমধ্যেই গ্রুপ ‘বি’তে আপরাজিত থেকে শীর্ষস্থান অধিকার করে। ভারতীয় দল তাদের অভিযান শুরু করে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত ওই ম্যাচে ৮-০ গোলে জয় পায়।

আত্মবিশ্বাসী ভারতীয় দল নেপালের বিরুদ্ধেও ৪-০ গোলে জয় তুলে নেয়। গ্রুপ পর্বের দুটো ম্যাচে ১২টি গোল করেছে ভারত। ভারতের গোলের জালে প্রতিপক্ষরা বল জড়াতেই পারেনি। কোচ বিবিয়ানো ফার্ন্ডান্ডেজের নেতৃত্বে ভারতীয় দলের আক্রমণভাগ দারুণ খেলছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ভারতের ড্যানি মেইতেই এগিয়ে রয়েছেন। তিনি চারটি গোল করেছেন। নেপালের বিরুদ্ধে রোহেন সিং দু’টি গোল করে ভারতীয় দলের জয়কে মসৃণ করে দেন। এছাড়াও ওমাং দোদুম ও প্রশান্ত জাজোর সবার নজর কেড়ে নিয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে মলদ্বীপ গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা ভুটানের সঙ্গে ২-২ গোল করে অভিযান শুরু করেছে। আবার বাংলাদেশের বিরুদ্ধে অমীমাংসিতভাবে খেলা শেষ করে।


এই খেলায় কোনও গোলই হয়নি। তবে ইথান ইব্রাহিম জ্যাকি ও আনুফ আবদুল্লা ভুটানের বিরুদ্ধে ভালো খেলেছে। সেই কারণেই ভারতের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে। মলদ্বীপের আক্রমণভাগের খেলোয়াড়দের কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সে বিষয়ে কোচ ভারতীয় খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সাফ ফুটবলে ভারতীয় দলে বাংলার কোনও খেলোয়াড় নেই।

তাহলে স্পষ্ট হয়ে উঠছে বাংলায় বয়সভিত্তিক খেলায় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে পাওয়া যাচ্ছে না।