মেসি নেই, টিকিটও নেই

ফাইল চিত্র

ম্যাচ দেখার জন্য কোনও টিকিট লাগবে না। বিনামূল্যে খেলা দেখতে পারেন দর্শকরা। ২০২৩ সালের সেপ্টেম্বরে হিউস্টন ডিনামো যখন ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল তখন মেসি খেলেননি। তাই আশাহত হয়েছিল হিউস্টন ডিনামোর সমর্থকরা। তাই এবার মেসির ম্যাচ দেখার জন্য ইন্টার মায়ামি-হিউস্টন ডিনামো খেলার টিকিট বলতে গেলে আর অবিক্রিত নেই। অথচ সেই ম্যাচ দেখার জন্য কোনও টিকিট লাগবে না। বিনামূল্যে খেলা দেখতে পারেন দর্শকরা। এমনই দুম করে ঘোষণা করা হয়েছে। এমন কী টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। কেন এমন হল?

আসলে ইন্টার মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো জানিয়ে দিয়েছেন, মেসিকে এই ম্যাচে খেলাবেন না। না, কোনও চোটের জন্য নয়। এক সপ্তাহের মধ্যে তিনটে ম্যাচ খেলে ফেলেছেন। তাই হিউস্টনের বিপক্ষে মেসিকে খেলানোর আর ঝুঁকি নিতে চাইছেন না কোচ। যেহেতু এই ম্যাচে মেসি খেলছেন না তাই হিউস্টন ডিনামোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ম্যাচ ছাড়াও যাদের হাতে টিকিট থাকবে তাদের ডিনামোর যে কোনও একটা ম্যাচ তাঁরা বিনামূল্যে দেখতে পাবেন। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, মেসি হিউস্টনে আসছেন না। তাই তঁাকে আমরা দেখতে পাব না। তাছাড়া প্রতিপক্ষ দল কাকে খেলাবে আর খেলাবে না তা সম্পূর্ন তাদের ব্যাপার। সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারিনা।” ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ জামাইকান ক্লাব ক্যাবালিয়ার এসসি-র সঙ্গে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের খেলা। শেষ ১৬-র ম্যাচ বলে কোচ মাসচেরানো মেসিকে খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না।