মিয়ামির সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন লিওনেল মেসি

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইন্টার মিয়ামির সঙ্গে দীর্ঘ চুক্তি করতে চলেছেন লিওনেল মেসি। বিষয়টি নিয়ে নাকি তাঁর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে ফেলেছেন মিয়ামি কর্তৃপক্ষ। তাতে প্রাথমিক সম্মতিও জানিয়েছেন মেসি। ২০২৩ সালের জুলাই মাসে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেইসময়, আর্জেন্টাইন তারকার সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিল মিয়ামি, যা চলতি বছরেই শেষ হবে। তবে, তার আগেই মেসি সঙ্গে আনুষ্ঠানিকভাবে দীর্ঘমেয়াদি চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করে নিতে চাইছে তাঁর দল মিয়ামি।

মনে করা হচ্ছে, হয়তো আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে নতুন চুক্তি করা হবে। সেক্ষেত্রে, মেসির খেলোয়াড় জীবনের শেষটা হয়তো ফ্লোরিডার এই ক্লাব থেকেই হতে চলেছে। এই প্রসঙ্গে বলা যায়, ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসির পারফরম্যান্স বেশ নজরকাড়া। দলের হয়ে মেজর লিগ সকারে ৪৬ ম্যাচে ৪১ গোল করার পাশাপাশি ২৭ অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে।

এছাড়াও, সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে মেসির গোলসংখ্যা ৫৪। মেসির জন্যই গত মরসুমে সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ২০ ম্যাচ খেলে ১১ গোল করে ফেলেছেন তিনি।