পুরস্কৃত লিয়েন্ডার পেস

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে খ্যাতনামা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেস কে ৩২ তম পি. সি. চন্দ্র পুরস্কার ২০২৫ দিয়ে সম্মানিত করা হল। পিসি চন্দ্র গ্রুপ-এর উদ্যোগে প্রবর্তিত এই সম্মাননা বিভিন্ন ক্ষেত্রের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি জানায়। এই পুরস্কারের সঙ্গে ২০ লক্ষ টাকার করমুক্ত সম্মান রাশি প্রদান করা হয়।

প্রতিষ্ঠাতার জন্মদিনে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। ১৯৯৩ সালে সূচিত হওয়ার পর থেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন বহু জাতীয় ব্যক্তিত্ব, যেমন—গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী, প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে, ডা. দেবী শেঠি, কপিল দেব, উস্তাদ আমজাদ আলি খান, মেরি কম, সোমনাথ এস প্রমুখ।