ষাটের দশকের কলকাতা ময়দানে নামকরা ফুটবলার রঞ্জন গুহ শনিবার গড়িয়া বিধানপল্লির নিজ বাসভবনে প্রয়াত হলেন। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৮৫ বছর। ময়দানে তিনি ডব্লু বলেই সবার কাছে পরিচিত ছিলেন।
তিনি ইস্টবেঙ্গল ছাড়াও মহামেডান স্পোর্টিং ও রাজস্থান ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন। জুনিয়র ভারতীয় দলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন। সবার কাছে অত্যন্ত ভদ্র খেলোয়াড় হিসেবে নজর কেড়েছিলেন।