স্বাধীনতা দিবসকে সামনে রেখে বনহুগলি লেক ভিলে ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে আবাসনের আবাসিকদের উৎসাহ দারুণভাবে চোখে পড়ল । মোট আটটি দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হলেও, একে অপরের বিরুদ্ধে লড়াইটা ছিল দেখার মতো। বিশেষ করে ফাইনাল খেলার শেষ মিনিট পর্যন্ত উত্তেজনা ছিল চরমে।
শেষ পর্যন্ত গোল্ডেন লায়ন ১-০ গোলে অলিম্পাস এফসি দলকে হারিয়ে খেতাব তুলে নেয়। অনিকেত দে’র নেতৃত্বে চ্যাম্পিয়ন দলের হয়ে খেলে অত্রি গুপ্ত, বিশ্বজিৎ সাহা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সুমন্ত কুমার খান বিশেষ নজর কাড়েন। প্রতিযোগিতা শুরুর আগে, জাতীয় পতাকা উত্তোলন করেন বায়ুসেনার অবসরপ্রাপ্ত আধিকারিক সুধীরকুমার সিনহা। স্কেটিংয়ে ছোটরা বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে সবাইকে মাতিয়ে রাখেন। লেক ভিলের রেসিডেন্ট ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান উদযাপিত হয় বলে জানিয়েছেন অন্যতম কর্মকর্তা সৌরভ সেন ও দুলালকুমার দে। পরিচালনার দায়িত্বে ছিলেন দেবনীল দে ও রিমি ঘোষ।