বোর্ডের চুক্তিতে কুলদীপ ও অক্ষরের প্রোমোশন হচ্ছে

ফাইল চিত্র

আর শুধু সময়ের অপেক্ষায়। কিছুদিনের মধ্যেই ২০২৫-২০২৬ মরশুমের জন্য বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করা হতে পরে বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানা গিয়েছে। হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে এই তালিকা প্রকাশ্যে আসবে বলে জানা গেছে। এবারের তালিকায় গ্রেডেশনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের। এই মুহূর্তে তাঁরা গ্রেড ‘বি’-তে রয়েছেন। আবার বার্ষিক চুক্তির আওতায় ফিরতে চলেছেন গত মরশুমে চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ার।

বোর্ডের চুক্তি অনুযায়ী বিসিসিআই ‘এ’-প্লাস গ্রেডে তালিকাভুক্ত রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। সবারই জানা আছে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের পরে এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু এখন প্রশ্ন থাকতে পারে, এই তিনজন শুধু দুটো ফরম্যাটে খেলেন বলে তাঁদের গ্রেডেশন স্তর কি নামিয়ে নেওয়া হবে? তবে এখনও এ ব্যাপারে কোনও স্পষ্ট ধারণা জানা যায়নি। আশা করা যেতে পারে, এই তিন তারকার গ্রেডেশনে কোনও পরিবর্তন নাও হতে পারে। বোর্ডের তরেফ হয়তো চলতি বছরে কারওর গ্রেডেশন বদল হবে না। তাই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত রুমরারা একই জায়গায় অবস্থান করবেন। তালিকাভুক্ত কেলোয়াড়দের চুক্তির মেয়াদ শুরু হবে আগামী ইংল্যান্ড সফর শেষে।

এদিকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সহকারী কোচ অভিষেক নায়ারকে চুক্তি থেকে বাতিল করা হয়েছে। জাতীয় দলে মাত্র আট মাস কাজ করার পর বিদায় নিতে হল। অন্য সূত্রে জানা গেছে শুধু অভিষেক নন, ছাঁটাই তালিকায় ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি. দিলীপ এবং ট্রেনার সোহম দেশাইয়ের নাম সংযোজন হচ্ছে। অভিষেক নায়ারের জায়গায় অন্য কাউকে নেওয়া হবে না। এদিকে ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে সীতাংশু কোটাক যুক্ত হয়েছেন। জানা যাচ্ছে ট্রেনার সোহম দেশাইয়ের শূন্যস্থান পূরণ করবেন আদ্রিয়ান ল্যরু। বর্তমানে তিনি আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে কাজ করেছেন।