কোহলির দুরন্ত ব্যাটিং

বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামা বলতেই ভরসার নাম। তাঁর দুরন্ত ব্যাট থেকে শতরান আসে, তেমনই ভারতের জয়ের পথকে উজ্জ্বল করে। তাইতো নিউজিল্যান্ডের মতন শক্তিশালী দলকে ৪ উইকেটে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে বাজিমাত করল ভারত। বিরাট

কোহলির ব্যাটে এল না শতরান। ৯৩ রানের মাথায় আউট হয়ে গেলেন কোহলি।
ভারতের অধিনায়ক শুভমন গিল টসে জিতে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। রবিবার এই ম্যাচে ভারতকে বড় রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। ৫০ ওভারে স্কোর বোর্ডে ৩০০ রান তুলল কিউয়িরা। ফলে, ম্যাচে উইকেট পেলেও, অনেক রান দিয়ে ফেলেছেন ভারতীয় বোলাররা।

এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ডেভন কনওয়ে, হেনরি নিকোলসরা। নিউজিল্যান্ডের এই দুই ব্যাটসম্যান ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। তবে, হর্ষিত রানার বলে ৬২ রানে আউট হন তিনি। এর কিছুক্ষনের মধ্যেই ৫৬ রানে আউট হয়ে যান কনওয়েও। এই উইকেটটিও নেন হর্ষিত রানা। তারপরেই মাঠে নেমেছিলেন উইল ইয়ং। কিন্তু মাত্র ১২ রানে তাঁকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ। উইল আউট হওয়ার পরে দলের হাল ধরেন ড্যারেল মিচেল। তিনি ৭১ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন। তবে, নিউজিল্যান্ডের আর কোনও ক্রিকেটার তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। কারণ গ্লেন ফিলিপস ১২ রানে আউট হন। মাইকেল ব্রেসওয়েল ১৬ রানে রান আউট হন। তারপর জাকারি ফোকস ১, ক্রিস্টিয়ান ক্লার্ক ২৪ ও কাইল জেমিসন আউট হন ৮ রান করেন। ফলে, ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩০০ রান তোলে নিউজিল্যান্ড।


অন্যদিকে, ভালো বোলিং করেছেন ভারতীয় বোলাররা। তারা উইকেটও নিয়েছেন। কিন্তু প্রচুর রানও দিয়েছেন। এদিন ভারতের হয়ে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ দু’টি করে উইকেট পান। আর কুলদীপ যাদব পেয়েছেন একটি উইকেট। শেষপর্যন্ত, ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্র দাঁড়ায় ৩০১ রান।

৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। প্রথম উইকেট জুটিতে ৮২ রান তোলে তারা। এরপর ব্যক্তিগত ২৬ রানের মাথায় কাইল জেমিসনের বলে মিচেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে রোহিত শর্মা আউট হলে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক শুভমন। গিল ৫৬ রানে আউট হয়ে গেলে মাঠে নামেন শ্রেয়স। এই প্রসঙ্গে বলা যায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের সিরিজ চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান।

তারপর দীর্ঘ দু’মাস ফের একবার ভারতের জার্সি গায়ে মাঠে নামলেন তিনি। শুধু মাঠে নামাই নয় এই ম্যাচে বিরাটকে যোগ্য সঙ্গত দিলেন শ্রেয়স। অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না তিনি। ৪৯ রানের মাথায় তাঁকে বোল্ড করেন কাইল জেমিসন। যদিও, এদিন শতরান করার সুযোগ হাতছাড়া করলেন বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৯১ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন তিনি। জেমিসনের বলে ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ভারতের এই তারকা ব্যাটসম্যান। তবে, ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বিরাট আউট হওয়ার পর ব্যাট করতে নামেন তিনি। কিন্তু, ৫ বলে ৪ রান করে কাইল জেমিসনের বলে ফিরে যান জাদেজা। এই ম্যাচে বল হাতে কার্যত দাপট দেখালেন নিউজিল্যান্ডের পেসার জেমিসন। এদিন ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। বিরাট, রোহিতের পাশাপাশি তাঁর শিকার হলেন শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা।