বিরাট কোহলি, রোহিত শর্মাকে কি চাপে রাখতে চাইছে বিসিসিআই ? নির্বাচক প্রধান অজিত আগারকারের প্রস্তাবের পর কিন্তু সেই সম্ভবনাই দেখা দিচ্ছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় বদল আনতে চাইছেন আগারকার। বিসিসিআইয়ের এক কর্তা জানাচ্ছেন, নির্বাচক প্রধান নাকি কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটেগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সেটা হলে প্রায় দু’ধাপ নেমে যেতে পারে দুই তারকা ক্রিকেটার। তবে শুধু বিরাট, রোহিত একা নন এ+ ক্যাটেগরি থাকা বাকি দুই ক্রিকেটার পেসার যশপ্রীত বুমরা ও অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকেও দু’ধাপ নেমে যেতে হবে।
সেক্ষেত্রে এই চার ক্রিকেটারের বার্ষিক আয়ের পরিমাণও অনেকটাই কমবে। বর্তমানে, তাঁরা বার্ষিক ৭ কোটি টাকা করে পান। কিন্তু তাঁদের যদি এ ক্যাটেগরিতে নামিয়ে দেওয়া হয়, তাহলে তাঁরা ৫ কোটি টাকা করে পাবেন। আগারকারের এই প্রস্তাব নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিষয়টি নিয়ে বোর্ডের ওই কর্তা বলেন, আগারকারের এই প্রস্তাবের নেপথ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, এ+ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটাররা তিন ফরম্যাটেই খেলে থাকেন। কিন্তু, রোহিত এবং বিরাট ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। পাশাপাশি, জাদেজাও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে, বুমরাহ তিন ফরম্যাটে খেললেও তিনি একেবারেই নিয়মিত নন। তাঁকে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হয়। তাই, এই এই ক্যাটেগরি সরিয়ে দিতে বলেছেন আগরকর। বোর্ডের ওই কর্তার কথায় শুধু এই চার ক্রিকেটার নন, অন্যান্য কেন্দ্রীয় চুক্তিতেও বদল করতে পারে বোর্ড। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা মহম্মদ শামি, রবি বিশ্নোই ও সরফরাজ খানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে।
তিনি বলেন, যদি নতুন ক্যাটেগরি চালু হয়, তাহলে খেলোয়াড়রা কটা ফরম্যাটে খেলছে, সেই অনুযায়ী তাঁদের চুক্তিতে ভাগ করা হবে। বোর্ডের ওই কর্তা আরও জানান, এখনও কিছু চূড়ান্ত না হলেও চেষ্টা করা হচ্ছে ওয়ার্কলোড, ফরম্যাট ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী নতুন কেন্দ্রীয় চুক্তি সাজাতে। তবে, পুরো বিষয়টি যে অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী মিটিংয়ের পরেই চূড়ান্ত হবে সেকথা জানাতেও ভোলেননি তিনি।