ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের আনন্দ উৎসব এখন চলছে। তারই মধ্যে আইপিএল ক্রিকেটের দামামা বেজে গেল। বিভিন্ন দলের বিদেশি খেলোয়াড়রা ভারতের মাটিতে পা রাখতে শুরু করেছে। কোটি কোটি টাকার আইপিএল ক্রিকেট শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। আইপিএলের প্রথম ম্যাচ কলকাতার ইডেন উদ্যানে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। মঙ্গলবারই কেকেআর দলের দুই বিদেশি ক্রিকেটার শহরে চলে এলেন। বুধবার রাতের মধ্যেই দলের অন্যান্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ কলকাতায় চলে আসবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাঁরা খেলেছেন, তাঁরা হয়তো আরও তিন-চার দিন বাদে কলকাতায় পৌঁছবেন। এই তালিকায় রয়েছেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, পেনসর জনসন ও রহমতুল্লাহ গুরবাজ।
মঙ্গলবার কলকাতায় চলে এসেছেন দুই তারকা বিদেশি ক্রিকেটার কুইনটন ডি কক ও আনরিচ নোখিয়া। দক্ষিণ আফ্রিকার এই দুই ক্রিকেটার কলকাতায় পৌঁছনোর অর্থই আইপিএল ক্রিকেটের দামামা চড়া সুরে বাজতে শুরু করল। তবে এই দুই ক্রিকেটার ১৫০ কিলোমিটার স্পিডে চেক ইন করতে হয়েছে। নোখিয়া চলে এসেছেন, তবে ২০২০ সালে আইপিএল শুরু হওয়ার আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ ২০১৯ সালে খেলতে এসেছিলেন। কিন্তু চোটের কারণে তিনি একটি ম্যাচও খেলতে পারেননি। তারপরে তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন। আইপিএল ক্রিকেটে দ্রুততম এই দক্ষিণ আফ্রিকার বোলার নোখিয়া ১৫৬.২২ গতিতে বল করে থাকেন। রাজস্থান রয়্যালসের ম্যাচে জস বাটলারকে এমন গতিসম্পন্ন দলের সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল। এবারে মেগা নিলামে তাঁকে ৩.৬০ কোটি টাকায় কেকেআর দলের কর্মকর্তারা তুলে নেন। বিদেশি ক্রিকেটারদের পাশে দেশের রমনদীপ সিংও কলকাতায় চলে এসেছেন। এই সপ্তাহের শেষে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন শুরু হয়ে যাবে ইডেন উদ্যানে। এমনকি অন্যান্য দলের অনুশীলনও এই সপ্তাহের শেষেই শুরু হবে।
অন্যদিকে আইপিএল ক্রিকেটের ঢাকে কাঠি পড়লেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ১৪ কোটি টাকায় কে এল রাহুলকে দিল্লি কিনেছে। তখন আশা করা গিয়েছিল খুব সম্ভবত ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক রাহুলকেই অধিনায়ক করবে দিল্লি। কিন্তু বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাহুল এই মুহূর্তে রাজি হচ্ছেন না দিল্লির দায়িত্ব নিতে। কিন্তু সেক্ষেত্রে কার নাম ভাবা হচ্ছে, এই প্রশ্নটা দিল্লি শিবিরে দেখা দিয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন কে এল রাহুল। তিনি মোট ১৪০ রান করেছেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন রাহুল। গত বছর রাহুল লখনউ সুপার জায়ান্টস দলে থাকলেও সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারেননি। তাই রাহুল লখনউ থেকে দিল্লি দলে এসেছিলেন মেগা নিলামে। রাহুল যদি অধিনায়ক হিসেবে দায়িত্ব না নেয়, সেক্ষেত্রে খুব সম্ভবত বিকল্প নামটি হতে পারে অক্ষর প্যাটেল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অক্ষরও ভালো খেলেছেন। তারপর তিনি অভিজ্ঞতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। টানা ছ’বছর দিল্লির হয়ে খেলেছেন। তাই ১৮ কোটি টাকা দিয়ে অক্ষরকে রেখে দেওয়া হয়েছে দিল্লি দলে। দিল্লির প্রথম ম্যাচ ২৪ মার্চ লখনউয়ের বিরুদ্ধেই। আবার দিল্লি দল থেকে ঋষভ পন্থ গেছেন লখনউতে। তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। আর তিনিই হচ্ছেন লখনউ দলের অধিনায়ক। যদি শেষ পর্যন্ত রাহুল অধিনায়ক হলে তাহলে রাহুলের মুখোমুখি হবেন ঋষভ পন্থ। আর ওই খেলাটা হবে মর্যাদার লড়াই।
এদিন দুপুরে শহরে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের এবারের অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি কালো প্যান্ট, ব্যাগি টি শার্ট ও সান গ্লাস পরে হোটেলে প্রবেশ করতেই কেকেআর সমর্থকরা স্বাগত জানাতে ভোলেননি। অনেকেই পোস্টার নিয়ে এসেছিলেন। তাতে লেখা ছিল ওয়েল কাম রাহানে। হোটেলের লবিতে কেকেআরের জেতা তিনটি ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুললেন। বুধবার কলকাতায় আসছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। কেকেআর দলের ক্রিকেটাররা কলকাতা আসায় আইপিএলের পারদ চড়চড় করে বাড়তে শুরু করেছে।