শিবনাথ দাস
মঙ্গলবার কলকাতার বর্ষাকালীন ঘোড়দৌড়ে চিরাচরিত মাত্র ৬টি বাজি। একটি মাত্র কাপের বাজি ‘দ্য কাডম্যান কাপ’। ৯টি ঘোড়া ছুটছে। ‘ভিক্টোরিয়া ক্রস’ ঘোড়াটি ৯৫ নং রেসে বেঙ্গালুরুতে জিতে এসেছে। ওই ঘোড়াটিই ফেভারিট হবে বলে মনে হয়।
মতামত: প্রথম বাজি— দুপুর ২.৩০ মি., কাইন্ডরেড স্পিরিট ১, স্কাই হক ২, হ্যাপি মর্নিং ৩।
দ্বিতীয় বাজি— ৩.০০টা, ভিক্টোরিয়া ক্রস ১, জামবেজি ২, ওয়ান্ডারফুল ৩।
তৃতীয় বাজি— ৩.৩০ মি., এনোলা হোম ১, মোরানো ২, বান্ডেল অফ চার্ম ৩।
চতুর্থ বাজি— ৪.০০টা, সুপ্রিম গ্র্যান্ডত্তর ১, লিবান ২, নটিকা ৩। পঞ্চম বাজি— ৪.৩০ মি. ডোনা সিয়েনা ১, লাইট অফ দ্য ওয়ার্ল্ড ২, মাথাঙ্গি ৩।
ষষ্ঠ বাজি— ৫.০০টা, ওয়ার্ডসমিথ ১, ব্লিঙ্কি বিল ২, রায়াসা ৩।
দিনের সেরা— কাইন্ডরেড স্পিরিট।