সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব চিত্র

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের পরিচালিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলন মেলা হয়ে গেল ময়দানের কবাডি সংস্থার মাঠে। একশোরও বেশি প্রতিযোগী অংশ নেন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার সুবীর সরকার।

তিনি বলেন,বাংলার খেলাধুলোকে নিয়ে একটা সময় গর্ব অনুভব করতাম। বাংলার ছেলেমেয়েরা ভারতকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন। তাঁদের আর্দশ করে এগিয়ে যেতে হবে। খেলার মাধ্যমে শরীর অটুট রাখা যায়। ছোটদের প্রতি নজর রাখবেন অভিভাবকরা।

আমাদের ভবিষ্যত ওঁরাই। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন,সচিব ইমনকল্যাণ সেন ও স্পোর্টস কমিটির আহ্বায়ক পূর্ণেন্দু চক্রবর্তী সহ অন্যরা।