শহরে শুরু হল জেবিজি কলকাতা ম্যারাথনের দশম বর্ষ উদ্‌যাপন

নিজস্ব চিত্র

দশ বছরে পা দিল ‘জেবিজি কলকাতা ম্যারাথন’। ২০১৬ সালে মাত্র ৯৯ জন অংশগ্রহণকারী নিয়ে সূচনা হয়েছিল এই ম্যারাথনের। আর আজ তা পরিণত হয়েছে শহর কলকাতার এক প্রাণবন্ত উৎসবে, যা সহনশীলতা, সাহস এবং ঐক্যের প্রতীক হিসেবে মানুষের কাছে প্রতিভাত হয়েছে।

এবার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও শহরের মুখ্য ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন অলিম্পিক আর্চার দোলা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন লংজাম্প তারকা অঞ্জু ববি জর্জ, প্রাক্তন ফুটবলার ও কোচ মেহতাব হোসেন, শ্যুটার জয়দীপ কর্মকার এবং জয় বালাজি গ্রুপের ডিরেক্টর গৌরব জাজোদিয়া।

এই অনুষ্ঠানে উন্মোচিত হয় এই বছরের অফিশিয়াল ‘রান অ্যান্থেম’—‘চলো দৌড়াই’। গানটি শহরের প্রতিটি দৌড়বাজের আত্মা, সাহস এবং কলকাতার হৃদস্পন্দনকে এক সূত্রে বেঁধে দিয়েছে। গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই অনুপ্রেরণার গল্প, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী প্রমাণ করেন জীবনের আসল সমাপ্তির লাইনটি হয়তো কেবল আমরা নিজেরাই তৈরি করি।


প্রসঙ্গত, ২০১৬ সালে ছোট উদ্যোগ হিসেবে শুরু হলেও আজ জেবিজি কলকাতা ম্যারাথন হয়ে উঠেছে শহরের অন্যতম বৃহৎ ক্রীড়া–আয়োজন। বয়স, পেশা বা শ্রেণিভেদ ভুলে হাজার হাজার মানুষ প্রতি বছর অংশ নেন এই দৌড়ে, যেখানে প্রতিটি পদক্ষেপ এক নতুন জীবনীশক্তির প্রতীক।

জয় বালাজি গ্রুপের তরফে গৌরব জাজোদিয়া বলেন, ‘এই ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের সমাজের উদ্যম ও ঐক্যের উৎসব। আমরা গর্বিত এই যাত্রার অংশ হতে পেরে।’

দশ বছরের এই সাফল্যে আয়োজক সংস্থা জানিয়েছে, আগামী বছর আরও বৃহত্তর আয়োজনের পরিকল্পনা চলছে, যাতে কলকাতার প্রতিটি মানুষ অনুভব করতে পারেন দৌড়ের সেই উৎসবমুখর প্রাণশক্তিকে।